গ্রুপ অফ ডেথ!

raktim ghosh |

Jun 03, 2021 | 6:36 PM

ইউরোর কাপে TV9 বাংলায়ে এবার ইউরোপ সেরা টুর্নামেন্টের সব খবর। সব দিকের খবর।

গ্রুপ অফ ডেথ!
ইউরো ২০২১ঃ গ্রুপ অফ ডেথ

Follow Us

জুরিখঃ আজকের আলোচনায় ইউরো কাপ ২০২১(EURO 2021)-য়ের শেষ গ্রুপ নিয়ে। গ্রুপ ‘এফ’। ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ফুটবলপ্রেমী, প্রায় সবার মতেই গ্রুপ ‘এফ’ হল গ্রুপ অফ ডেথ(GROUP OF DEATH)। একঝাঁক তারকা তো বটেই, সঙ্গে বিশ্বফুটবলের সেরা ৩টি দল লড়াই করছে গ্রুপ ‘এফে’। ইউরোর কাপে TV9 বাংলায়ে এবার ইউরোপ সেরা টুর্নামেন্টের সব খবর। সব দিকের খবর।

প্রথমেই দেখে নেব কোন দলগুলি নিয়ে তৈরি হয়েছে  গ্রুপ ‘এফ’-

  1. পর্তুগাল (PORTUGAL)
  2. ফ্রান্স (FRANCE)
  3. জার্মানি (GERMANY)
  4. হাঙ্গেরি (HUNGARY)

 

পর্তুগাল

 

পর্তুগালের সুপারস্টার রোনাল্ডো ও নতুন সেনসেশন দিয়োগো জোতা

 

ইউরো কাপে সাফল্য-

  • গত ইউরোর চ্যাম্পিয়ন। ১ বারই চ্যাম্পিয়ন।
  • ২০০৪ সালে রানার্স। তিনবার সেমিফাইনালিস্ট।

 

ইউরোতে পর্তুগালের পারফরম্যান্স

   ম্যাচ- ৩৫ ( জয়- ১৮, হার-  ৮, ড্র- )

 

নজরে থাকা তারকা-

গোটা ইউরো কাপে যিনি কেড়ে নেবেন সব লাইমলাইট , তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতবার ইউরোর ফাইনালে চোটের জন্য পুরো খেলতে পারেননি। তবুও চ্যাম্পিয়ন হয়েছিল রোনাল্ডোর পর্তুগাল। কেরিয়ারের সম্ভবত শেষ ইউরো কাপে নিজেকে উজাড় করে দিতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে ১৭৩ ম্যাচে ১০৩ গোল করেছেন সিআর সেভেন।

রোনাল্ডোর দেশে ফুটবলের নতুন সেনসেশন দিয়োগো জোতা। বয়স মাত্র ২৪। এর মধ্যেই জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচে ৬টি গোল করেছেন জোতা। ক্লাব লিভারপুলের হয়েও নজর কেড়েছেন এই পর্তুগীজ স্ট্রাইকার।

 

 

ফ্রান্স

 

ফ্রান্সের দুই ফুটবল তারকা এমবাপে ও জিরু

ইউরো কাপে সাফল্য-

  • ২ বার চ্যাম্পিয়ন।১৯৮৪ ও ২০০০ সালে।
  • ২০১৬ সালে রানার্স।

 

ইউরোতে ফ্রান্সের পারফরম্যান্স

   ম্যাচ- ৩৯ ( জয়- ২০, হার-  ১০, ড্র- )

 

নজরে থাকা তারকা-

ফরাসি স্ট্রাইকিং ফোর্সে সবচেয়ে বড় সুপারস্টার কিলিয়েন এমবাপে। প্যারি সাঁজাঁয় নেইমারের সতীর্থ গত বিশ্বকাপে নজর কেড়েছিলেন। মাত্র ২২ বছরেই ফ্রান্সের আপফ্রন্টের সবচেয়ে বড় ভরসা এমবাপে জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে ১৭ গোল করেছেন।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসির তারকা অলিভার জিরু ফ্রান্সের আক্রমণে আরও এক ভরসা। জিরু-এমবাপে-গ্রিজম্যান। এই ত্রিফলা আক্রমণ বিপক্ষের ত্রাস। ফ্রান্সের হয়ে ১০৭টি ম্যাচে ৪৪টি গোল করেছেন ৩৪ বছরের জিরু।

 

জার্মানি

জার্মানির দুই ভরসা ম্যানুয়েল ন্যুয়ার ও টনি ক্রুজ

ইউরো কাপে সাফল্য-

  • ৩বার চ্যাম্পিয়ন।১৯৭২,১৯৮০ ও ১৯৮৬ সালে।
  • ৩ বার রানার্স আপ। ১৯৭৬, ১৯৯২ ও ২০০৮ সালে।

 

ইউরোতে জার্মানির পারফরম্যান্স

   ম্যাচ- ৪৯ ( জয়- ২৬, হার-  ১১, ড্র- ১২)

 

নজরে থাকা তারকা-

জার্মানি ফুটবলে উঠে এসেছে প্রচুর নতুন তারকা। তবু এবার ইউরোতেও নজরে থাকবেন জার্মানির অভিজ্ঞ ফুটবলাররাই। মাঝমাঠের অন্যতম ভরসা টনি ক্রুজ। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জার্মানির হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৭টি গোল।

জার্মানির তিন কাঠির তলায় বিশ্বের সেরার সেরা গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ৩৫ বছরের এই গোলরক্ষক এখন জার্মানির অধিনায়ক। বায়ার্ন মিউনিখের তারকা জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৯টি ম্যাচ।

 

 

হাঙ্গেরি

 

হাঙ্গেরির দুই ভরসা জালাই ও সাল্লাই

 

ইউরো কাপে সাফল্য-

  • ১৯৬৪ সালে তৃতীয় স্থান
  • ১৯৭২ সালে চতুর্থ স্থানে শেষ করে হাঙ্গেরি

 

ইউরোতে হাঙ্গেরির পারফরম্যান্স

   ম্যাচ- ( জয়- ২, হার-  ৪, ড্র- )

 

নজরে থাকা তারকা-

পুসকাসের দেশ হাঙ্গেরির ফুটবলের স্বর্নযুগ এখন অতীত। তবে ফের বিশ্ব মঞ্চে নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া হাঙ্গেরি। আসন্ন ইউরোতে হাঙ্গেরি গোলের জন্য যার দিকে তাকিয়ে থাকবে তিনি দলের অধিনায়ক অ্যাডাম জালাই। হাঙ্গেরির হয়ে ৬৯ ম্যাচে ২৩ গোল করেছেন জালাই।

ফ্রেইবুর্গের উইঙ্গার রোলান্ড সাল্লাই হাঙ্গেরির আরও এক ভরসা। জাতীয় দলের হয়ে ২২ ম্যাচে ৪ গোল করেছেন তিনি।

 

 

 

 

 

 

Next Article