ISL 2022-23: আইএসএলে সেরা বাগান জনতা
কোচ হুয়ান ফেরান্দো দলকে একসূত্রে বেঁধেছেন। মাঠে দলের ব্যাপক সাফল্য। ড্রেসিংরুমে একজোট টিম এটিকে মোহনবাগান।
কলকাতা: মাঠে ফুল ফোটাচ্ছেন ফুটবলাররা। আইএসএলে ১২ ম্যাচে কোনও গোল হজম করেনি বাগান (ATK Mohun Bagan) রক্ষণ। দাপিয়ে খেলছেন গোলকিপার বিশাল কাইথও। টাইব্রেকারে ম্যাচ বাঁচিয়ে নায়ক হয়েছেন। দলকে তুলেছেন ফাইনালে। এ বারের আইএসএলে গোল্ডেন গ্লাভসও পেয়েছেন বাগান গোলকিপার। তবে তাঁর মুখে আইএসএল (ISL 2022-23) ট্রফির কথা। বাগানের অজি স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস টুর্নামেন্টে ১০ গোল করে ফেলেছেন। দলনায়ক প্রীতম কোটালও রয়েছেন চূড়ান্ত ফর্মে। রক্ষণকে আগলে রেখেছেন। কোচ হুয়ান ফেরান্দো দলকে একসূত্রে বেঁধেছেন। মাঠে দলের ব্যাপক সাফল্য। ড্রেসিংরুমে একজোট টিম এটিকে মোহনবাগান। টিম ম্যানেজমেন্টের ভূমিকাও প্রশংসনীয়। ফাইনাল জিতে এ বার কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচাতে মরিয়া এটিকে মোহনবাগান। গোয়ায় আইএসএলের মেগা ফাইনাল। বেঙ্গালুরু এফসিকে হারাতে তৈরি সবুজ-মেরুন ব্রিগেড। বিস্তারিত TV9 Bangla-য়।
বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চান্নর বিমানে গোয়া রওনা দিচ্ছেন প্রীতমরা। তার আগে বুধবার শহরে অনুশীলন করবে সবুজ-মেরুন ব্রিগেড। এ দিকে মাঠের বাইরেও চমক দিল বাগান জনতা। প্রত্যেক ম্যাচেই গ্যালারি ভরিয়েছেন সবুজ-মেরুন দর্শকরা। সোমবার রাতে মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ দেখতে গ্যালারিতে থাকে ৫২ হাজার ৫০৭ দর্শক। পরিসংখ্যানে দেখা গিয়েছে এ বারের আইএসএলে মোহনবাগানের খেলা দেখতে এসেছেন মোট ৩ লক্ষ ৩৮ হাজার ৪৮৩ দর্শক। প্রতি ম্যাচে যুবভারতীতে গড়ে এসেছেন ২৮ হাজার ২০৭ দর্শক। আইএসএলের পরিসংখ্যানের বিচারে যা অবশ্যই রেকর্ড।
৮ বছর আগে কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করে আই লিগ জিতেছিল মোহনবাগান। সে বারের লিগে শেষ ম্যাচে ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হত সবুজ-মেরুন। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে প্রথমার্ধে ০-১ পিছিয়ে পড়েছিল মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের গুরুত্বপূর্ণ সময়ে বেলো রাজ্জাকের হেডে সমতায় ফিরেছিল সবুজ-মেরুন। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে শহরে ফিরেছিলেন প্রীতম কোটালরা। এ বার আইএসএলের ফাইনালে মোহনবাগানের সামনে সেই বেঙ্গালুরু। একই ভাবে প্রথম আইএসএল জয়ের স্বাদ পেতে মরিয়া বাগান জনতা। ইতিমধ্যেই গোয়া যাওয়ার টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা। বেঙ্গালুরুর সঙ্গে কলকাতার দুই প্রধানের শত্রুতাও বেশ পুরনো। সুনীলদের জন্য গলা ফাটাতে তৈরি হচ্ছে বেঙ্গালুরু এফসির সমর্থকরাও। তবে ফুটবলপাগল শহরের জনতাও তৈরি শনিবার গোয়াতে প্রিয় দলকে তাতাতে।