ম্যাঞ্চেস্টার: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ছাড়াই কারাবাও কাপের (Carabao Cup) শেষ ১৬-র ম্যাচে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তাঁকে ছাড়াই রেড ডেভিলসরা এ বার থেকে খেলবে, সেটাই স্বাভাবিক। কারণ, তিনি তো এখন এই ক্লাবের প্রাক্তন ফুটবলার। রোনাল্ডোকে ছাড়াই তাই বার্নলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে ইএফএলের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জিতেছে ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি এখনও ভোলেনি রোনাল্ডোকে। ম্যান ইউয়ের ফ্যানেরা যে কারণে, ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোকে ব্যঙ্গ করে গানও গেয়েছেন। কী সেই গান, তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ম্যান ইউ ও সিআর সেভেনের একটা ঠাণ্ডা লড়াই চলছিল। রাখ ঢাক না করে, ক্লাব ও কোচ সম্পর্কে বেশ বিস্ফোরক মন্তব্যও করেন পর্তুগিজ তারকা। ফুটবল মহলের মতে, যার জেরে বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। চুক্তি শেষ হওয়ার আগেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় রোনাল্ডোর। এখন তিনি ফ্রি ফুটবলার। অন্যদিকে বিশ্বকাপ পর্ব শেষ হতেই, শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের টুর্নামেন্টগুলি। ম্যান ইউও মাঠে নেমে পড়েছে। আর সেখানেই বার্নলের বিরুদ্ধে কারাবাও কাপের ম্যাচের সময় ম্যান সিটির ফ্যানেরা রোনাল্ডোকে ব্যঙ্গ করে, গানও গেয়েছেন। যে গান রীতিমতো ভাইরাল হয়েছে।
“আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রুনি, রুনি ডাজ নট কেয়ার অ্যাবাউট মি। অল আই কেয়ার অ্যাবাউট ইজ এমইউএফসি।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আমি রুনিকে পরোয়া করি না। কারণ, রুনি আমাকে পাত্তা দেয় না। আমি পরোয়া করি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এফসিকে।”
দেখে নিন সেই ভাইরাল গানের ভিডিয়ো —
ম্যান ইউয়ের সকল ফ্যানই যে এই ব্যঙ্গাত্মক গানকে সমর্থন করেছে তা নয়। রোনাল্ডোর কয়েক জন ফ্যান এবং ম্যান ইউয়ের কিছু সমর্থক এই গান ভালো ভাবে নেয়নি।
ম্যাঞ্চেস্টার: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ছাড়াই কারাবাও কাপের (Carabao Cup) শেষ ১৬-র ম্যাচে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তাঁকে ছাড়াই রেড ডেভিলসরা এ বার থেকে খেলবে, সেটাই স্বাভাবিক। কারণ, তিনি তো এখন এই ক্লাবের প্রাক্তন ফুটবলার। রোনাল্ডোকে ছাড়াই তাই বার্নলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে ইএফএলের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জিতেছে ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি এখনও ভোলেনি রোনাল্ডোকে। ম্যান ইউয়ের ফ্যানেরা যে কারণে, ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোকে ব্যঙ্গ করে গানও গেয়েছেন। কী সেই গান, তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ম্যান ইউ ও সিআর সেভেনের একটা ঠাণ্ডা লড়াই চলছিল। রাখ ঢাক না করে, ক্লাব ও কোচ সম্পর্কে বেশ বিস্ফোরক মন্তব্যও করেন পর্তুগিজ তারকা। ফুটবল মহলের মতে, যার জেরে বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। চুক্তি শেষ হওয়ার আগেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় রোনাল্ডোর। এখন তিনি ফ্রি ফুটবলার। অন্যদিকে বিশ্বকাপ পর্ব শেষ হতেই, শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের টুর্নামেন্টগুলি। ম্যান ইউও মাঠে নেমে পড়েছে। আর সেখানেই বার্নলের বিরুদ্ধে কারাবাও কাপের ম্যাচের সময় ম্যান সিটির ফ্যানেরা রোনাল্ডোকে ব্যঙ্গ করে, গানও গেয়েছেন। যে গান রীতিমতো ভাইরাল হয়েছে।
“আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রুনি, রুনি ডাজ নট কেয়ার অ্যাবাউট মি। অল আই কেয়ার অ্যাবাউট ইজ এমইউএফসি।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আমি রুনিকে পরোয়া করি না। কারণ, রুনি আমাকে পাত্তা দেয় না। আমি পরোয়া করি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এফসিকে।”
দেখে নিন সেই ভাইরাল গানের ভিডিয়ো —
ম্যান ইউয়ের সকল ফ্যানই যে এই ব্যঙ্গাত্মক গানকে সমর্থন করেছে তা নয়। রোনাল্ডোর কয়েক জন ফ্যান এবং ম্যান ইউয়ের কিছু সমর্থক এই গান ভালো ভাবে নেয়নি।