AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: বছর ঘুরতেই দীর্ঘ চুক্তিতে সবুজ মেরুনে ফিরলেন ডার্বির নায়ক কিয়ান নাসিরি

Mohun Bagan Transfer News: ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে লিগ শিল্ড এবং নকআউট, জোড়া ট্রফি জিতেছিল মোহনবাগান। যদিও সেই টিমে ছিলেন না কিয়ান। তার আগের বছরও আইএসএলে লিগ শিল্ড জিতেছিলেন। তার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিয়ান নাসিরি।

Mohun Bagan: বছর ঘুরতেই দীর্ঘ চুক্তিতে সবুজ মেরুনে ফিরলেন ডার্বির নায়ক কিয়ান নাসিরি
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 5:53 PM

ঘরের ছেলে ঘরে ফিরলেন! এমনটা যেন বলাই যায়। এক বছর পর। ফের মোহনবাগান সুপার জায়ান্ট জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে। কলকাতা ফুটবলে অনেক আগেই সাড়া ফেলেছিলেন এই তরুণ ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে লিগ শিল্ড এবং নকআউট, জোড়া ট্রফি জিতেছিল মোহনবাগান। যদিও সেই টিমে ছিলেন না কিয়ান। তার আগের বছরও আইএসএলে লিগ শিল্ড জিতেছিলেন। তার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিয়ান নাসিরি।

গত মরসুমে চেন্নায়িন এফসিতে ছিলেন কিয়ান নাসিরি। তাঁর আরও একটা পরিচয়, কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির পুত্র। বাবার নাম উজ্জ্বল করেছেন কিয়ান। ২০১৯ থেকে ২০২৪ মরসুম অবধি মোহনবাগানেই ছিলেন। সব মিলিয়ে সুযোগ মিলেছিল ৭০ ম্যাচে। ৯টি গোল করেছিলেন কিয়ান। এর মধ্যে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিকের কীর্তিও গড়েছিলেন।

বছর খানেক পর মোহনবাগানে ফিরলেন দীর্ঘ চুক্তিতেই। মোহনবাগান সুপার জায়ান্টের তরফে জানানো হয়েছে, তিন বছরের চুক্তি হয়েছে কিয়ান নাসিরির সঙ্গে। সবুজ মেরুনে ফিরতে পেরে উচ্ছ্বসিত কিয়ানও। বলছেন, ‘আবারও কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে ফের প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ রয়েছে।’