ওসাসুনাকে হারিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা
সাসুনাকে (Osasuna) ২-০ গোলে হারালেন মেসিরা (Messi)।
পাম্পলোনা (স্পেন): লা-লিগায় (La Liga)জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার (Barcelona)। রিয়াল মাদ্রিদকে টপকে দু নম্বরে উঠে এলেন মেসিরা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। ওসাসুনাকে (Osasuna) ২-০ গোলে হারালেন মেসিরা (Messi)। জর্ডি আলবা আর মরিবার গোলে ওসাসুনাকে পরাস্ত করল বার্সেলোনা। দুটো গোলেরই অ্যাসিস্ট লিওনেল মেসির।
FULL TIME! #OsasunaBarça pic.twitter.com/NFuU89kKFO
— FC Barcelona (@FCBarcelona) March 6, 2021
খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। ৩০ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন জর্ডি আলবা। ওসাসুনার রক্ষণ ভেঙে বল নিয়ে এগিয়ে যান লিওনেল মেসি। জর্ডি আলবাকে ঠিকানা লেখা বল বাড়ান এলএম টেন। সেখান থেকে গোল করতে ভুল করেননি আলবা।
HALFTIME
0️⃣ Osasuna 1️⃣ Barça (@JordiAlba, 30′)#OsasunaBarça pic.twitter.com/SnDOem5nfh
— FC Barcelona (@FCBarcelona) March 6, 2021
৮৩ মিনিটে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মরিবা। এক্ষেত্রেও সেই অ্যাসিস্টের ভূমিকায় লিওনেল মেসি। ১৮ বছরের তরুণ স্প্যানিশ মিডফিল্ডার লা-লিগায় বার্সার জার্সিতে প্রথমবার গোল করলেন। বার্সেলোনার হয়ে তৃতীয় ম্যাচে খেলতে নেমেই গোল করেন মরিবা।
????? ????❗ pic.twitter.com/lF2TU3vky5
— FC Barcelona (@FCBarcelona) March 6, 2021
২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সা। লা-লিগায় জয়ের হ্যাটট্রিক করলেন মেসিরা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।