মাঠে নামার ১৩৬ সেকেন্ডের মধ্যে গোল মেসির,জয় বার্সার
লা লিগায় (La Liga) মেসি ম্যাজিক। রিয়াল বেতিসের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামার ১৩৬ সেকেন্ডের মধ্যেই গোল পেলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। মেসির গোলেই সমতা ফেরায় বার্সা। পিছিয়ে পরেও রিয়াল বেতিসকে (Real Betis)৩-২ গোলে হারাল রোনাল্ড কোম্যানের দল।