৫ ম্যাচ পর আইএসএলে জ্বলল মশাল

sushovan mukherjee |

Feb 07, 2021 | 7:43 PM

প্লে অফে উঠতে হলে এসসি ইস্টবেঙ্গলের প্রতিটা ম্যাচই এখন ডু অর ডাই। ৫ ম্যাচ পর একটা জয় কিছুটা হলেও অক্সিজেন জোগাল মশাল বাহিনীর ড্রেসিংরুমে।

৫ ম্যাচ পর আইএসএলে জ্বলল মশাল
৫ ম্যাচ পর জয়ে ফিরল লাল-হলুদ। ছবি-আইএসএল

Follow Us

জামশেদপুর এফসি ১ : এসসি ইস্টবেঙ্গল ২

(হার্টলে ৮৩’)                    (স্টেইনম্যান ৬’, পিলকিংটন ৬৮’)

 

গোয়া: ৫ ম্যাচ পর জয়ে ফিরল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে তৃতীয় জয়। ফতোরদায় জামশেদপুর এফসিকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। এসসি ইস্টবেঙ্গলের গোলদাতা মাত্তি স্টেইনম্যান আর পিলকিংটন। নির্বাসনের জন্য ডাগ আউটে ছিলেন না কোচ রবি ফাউলার। গ্যালারিতে বসেই দলের জয় দেখলেন লাল-হলুদ কোচ। দীর্ঘদিন বাদে চেনা ফর্মে দেখা গেল ব্রাইট, স্টেইনম্যানদের।

এ দিন এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যায়। দেবজিত্‍ মজুমদারের বদলে লাল-হলুদের দুর্গ সামলান সুব্রত পাল। প্রথম এগারোর বাইরে ছিলেন স্কট নেভিল। শুরু থেকে খেলেন পিলকিংটন, মাগোমা । চোট সারিয়ে দলে ফেরেন রাজু গায়কোয়াড়ও। প্রথম এগারোয় ছিলেন নবাগত সার্থক গোলুই। মাঝমাঠে খেলানো হয় সৌরভ দাসকে। খেলার শুরুতেই এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জার্মান ফুটবলার মাত্তি স্টেইনম্যান। ৬ মিনিটে নারায়ণ দাসের কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন স্টেইনম্যান (১-০)।

গোল পরিশোধের লক্ষ্যে বেশ কয়েকটি আক্রমণ শানান ভালস্কিসরা। আক্রমণে জোর বাড়াতে বেশ কয়েকটি পরিবর্তনও আনেন জামশেদপুর কোচ। তবে ফক্স-রাজুরা দক্ষতার সঙ্গেই সামাল দেন। এ দিনও বিপক্ষের রক্ষণকে বেশ কয়েকবার বোকা বানান ব্রাইট। গোল না পেলেও দুরন্ত পারফর্ম করলেন লাল-হলুদের নাইজেরিয়ান ফুটবলার। ৬৮ মিনিটে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পিলকিংটন। স্টেইনম্যানের পাস থেকে গোল করে যান পিলকিংটন (২-০)।

আরও পড়ুন:ড্রয়ের লক্ষ্যে খেলুক অশ্বিন-সুন্দর জুটি

৮৩ মিনিটে ব্যবধান কমায় জামশেদপুর এফসি। কর্নার থেকে গোল করে ম্যাচের ফল ২-১ করেন হার্টলে। এরপর ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লাল-হলুদের সামনে। পিলকিংটনের শট পোস্টে লেগে প্রতিহত হয়। জামশেদপুরও বেশ কয়েকবার লাল-হলুদ রক্ষণে কাঁপুনি ধরায়। তবে স্নায়ুর যুদ্ধে শেষ হাসি হাসেন স্টেইনম্যানরাই।

এ দিনের জয়ের সুবাদে লিগ টেবিলে এক ধাপ এগোল এসসি ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে উঠে এল লাল-হলুদ। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জামশেদপুর এফসি। প্লে অফে উঠতে হলে এসসি ইস্টবেঙ্গলের প্রতিটা ম্যাচই এখন ডু অর ডাই। ৫ ম্যাচ পর একটা জয় কিছুটা হলেও অক্সিজেন জোগাল মশাল বাহিনীর ড্রেসিংরুমে।

এসসি ইস্টবেঙ্গল : সুব্রত পাল, সার্থক গোলুই, রাজু গায়কোয়াড়, ড্যানি ফক্স, নারায়ণ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, স্টেইনম্যান, মাঘোমা, সৌরভ দাস, পিলকিংটন (অ্যারন ৮৩’), ব্রাইট

জামশেদপুর এফসি : রেহনেশ, লালডিনলিয়ানা, ইজে, হার্টলে, গেহলট (রিকি ৪৬’), লেন (বরিস সিং ৬৭’), মহঃ মোবাশির (আইজ্যাক ৫৭’), লিমা, নিকোলাস (মনরয় ৫৭’), ফারুখ চৌধুরী (উইলিয়াম ৮৩’), ভালস্কিস

Next Article