অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
লা লিগার (La Liga) ম্যাচে শনিবার ওসাসুনাকে (Osasuna) ২-০ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চোটের কারণে অধিনায়ক রামোস দলে ছিলেন না। অধিনায়ককে ছাড়াই জিদানের ছেলেরা ঘরের মাঠে ওসাসুনাকে হারাল। এই ম্যাচে শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল চোখে পড়ার মত। কিন্তু শেষ হাসি হাসল বেঞ্জেমারা। ৭৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে জিদানের দল। তাদের থেকে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে তিন নম্বরে।