অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ

May 02, 2021 | 10:05 AM

লা লিগার (La Liga) ম্যাচে শনিবার ওসাসুনাকে (Osasuna) ২-০ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চোটের কারণে অধিনায়ক রামোস দলে ছিলেন না। অধিনায়ককে ছাড়াই জিদানের ছেলেরা ঘরের মাঠে ওসাসুনাকে হারাল। এই ম্যাচে শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল চোখে পড়ার মত। কিন্তু শেষ হাসি হাসল বেঞ্জেমারা। ৭৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে জিদানের দল। তাদের থেকে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে তিন নম্বরে।

1 / 5
গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা।

গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা।

2 / 5
৭৬ মিনিটে ইসকোর পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল মিলিতাওয়ের।

৭৬ মিনিটে ইসকোর পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল মিলিতাওয়ের।

3 / 5
৮০ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাসিমিরো।

৮০ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাসিমিরো।

4 / 5
নিজে গোল না পেলেও কাসিমিরোকে গোল করতে সহায়তা করছেন করিম বেঞ্জেমা।

নিজে গোল না পেলেও কাসিমিরোকে গোল করতে সহায়তা করছেন করিম বেঞ্জেমা।

5 / 5
এই ম্যাচে জয়ের পর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্টের ব্যবধান রইল রিয়ালের। (সৌজন্যে-টুইটার)

এই ম্যাচে জয়ের পর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্টের ব্যবধান রইল রিয়ালের। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery