করোনার বিরুদ্ধে লড়তে অভিনব উদ্যোগ সুনীলের

sushovan mukherjee | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 29, 2021 | 5:59 PM

গত মাসেই করোনায় সংক্রমিত হয়েছিলেন সুনীল ছেত্রী। গত ১১ মার্চ কোভিড পজিটিভ হন ভারতীয় অধিনায়ক। করোনা আক্রান্ত হওয়ায় ভারতের হয়ে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি সুনীল ছেত্রী।

করোনার বিরুদ্ধে লড়তে অভিনব উদ্যোগ সুনীলের
ছবি-টুইটার

Follow Us

নয়াদিল্লি: অতিমারির বিরুদ্ধে লড়তে এবার এগিয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সংকটের সময় নিজের টুইটার অ্যাকাউন্টের অ্যাকসেস দিলেন সুনীল। করোনার বিরুদ্ধে প্রত্যেককে একসঙ্গে লড়ার বার্তা ভারত অধিনায়কের। এই সংকটজনক পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ ঠিক মতো হচ্ছে না। হাসপাতালে অধিকাংশ বেডই ভর্তি। চিকিৎসার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সবাই। অক্সিজেন জোগানে পথে নামছেন অনেক। ওষুধ সরবরাহেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। তাদের প্রত্যেককে ‘রিয়েল লাইফ ক্যাপ্টেন’ বলে সম্বোধন সুনীলের।

টুইটারে একটি ভিডিয়ো বার্তায় ভারত অধিনায়ক বলেন, ‘খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। একের পর এক মৃত্যুর খবর আমাদের নাড়িয়ে দিচ্ছে। এই সংকটের সময়েও অনেকে রাস্তায় নেমে লড়ছেন, এগিয়ে আসছেন, সাহায্য করছেন। অচেনা ব্যক্তিকেও সাহায্য করছেন তারা। আমাদের সবাইকে এই কাজে অংশ নিতে হবে। যে রকম ভাবে পারবেন সাহায্য করবেন। কঠিন সময়ে যারা এ ভাবে অসাধ্য সাধন করছেন তারাই আসল ক্যাপ্টেন। এই কাজে আমিও সামিল হতে চাই। এ রকম কিছু ‘ক্যাপ্টেন’কে আমার টুইটার অ্যাকাউন্টের অ্যাকসেস দিলাম। যাতে তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সামনে আসে। যাতে জানতে পারে কোথায় কিসের প্রয়োজন। আমি আপনাদের এই দলে আছি।’

আরও পড়ুন:MI vs RR LIVE Score, IPL 2021: মুম্বইয়ের টার্গেট ১৭২

গত মাসেই করোনায় সংক্রমিত হয়েছিলেন সুনীল ছেত্রী। গত ১১ মার্চ কোভিড পজিটিভ হন ভারতীয় অধিনায়ক। করোনা আক্রান্ত হওয়ায় ভারতের হয়ে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেননি সুনীল ছেত্রী।

Next Article