পানাজি: আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ( AFC Champions League) শেষ ম্যাচে ভারতীয় একাদশ নামাচ্ছে এফসি গোয়া (FC Goa)। আজ রাতে সংযুক্ত আরব আমিরশাহীর দল আল-ওয়াহদার (Al Wahda) বিরুদ্ধে নামছে এফসি গোয়া। মাঠে এবং রিজার্ভ বেঞ্চে থাকছে না কোনও বিদেশি ফুটবলার। এমনকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ডাগ আউটে নেই এফসি গোয়ার কোচ হুয়ান ফেরান্দো। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে মাঠে নামবে এগারোভারতীয়। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যা কখনও হয়নি।
Catch up on the best moments from our last training session of the season! ?#RiseAgain #GOAWAH #FCGoaInAsia #ACL2021 pic.twitter.com/fVGFq7ZouR
— FC Goa (@FCGoaOfficial) April 29, 2021
ভারতে কোভিড (COVID-19) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃত্যুও হচ্ছে অনেকের। এই অতিমারিতে ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরলেন এফসি গোয়ার বিদেশি কোচ এবং ফুটবলাররা। এদু বেদিয়া, ইভান গঞ্জালেজ এবং ওর্টিজ এই তিন স্প্যানিশ ফুটবলারই বুধবার রাতে দেশে ফেরার বিমান ধরেছেন। গোয়ার স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো এবং কন্ডিশনিং কোচ জাবি গঞ্জালেজও একই সঙ্গে দেশে ফিরছেন। দিল্লি থেকে প্যারিস হয়ে মাদ্রিদ যাবেন এদু বেদিয়ারা। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জেমস দোনাচিও দেশে ফেরার বিমান ধরেছেন গতকাল রাতে।
আরও পড়ুন: টিকাকরণের উদ্যোগ সিএবির
ভারতের কোভিড পরিস্থিতি চরমে ওঠায় সতর্ক হয়ে গিয়েছে বাকি দেশগুলি। ভারত থেকে স্পেনে গেলে সেখানে প্রত্যেককে বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হচ্ছে। এখনও ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেনি স্পেন। তবে শীঘ্রই হয়তো সেই পথে হাঁটবে। তাই বিদেশি ফুটবলার এবং কোচদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি এফসি গোয়া। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তিন নম্বরে রয়েছেন ধীরজ সিংরা। পরের রাউন্ডে ওঠার কোনও সম্ভাবনা নেই। ৩টে ড্র আর ২টোতে হেরেছে এফসি গোয়া।