Lionel Messi Inter Miami : বিশ্ব ব়্যাঙ্কিংয়ে মোহনবাগানের নীচে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি!
Mohun Bagan : ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা পিএসজির সঙ্গে চুক্তি শেষে যোগ দেবেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে।
কলকাতা: কৈশোর, যৌবনের ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। হাতে ছিল বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার প্রস্তাব। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) সেসব ছেড়ে বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে (Inter Miami)। পিএসজির পাট চুকিয়ে এ বার আমেরিকায় পাড়ি মেসির। মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে তাঁকে। মেসির ঘোষণার পরই ইন্টার মায়ামি নিয়ে আগ্রহ বেড়েছে ফুটবল সমর্থকদের মধ্যে। ক্লাবটি কত বছরের পুরনো, ফ্য়ান বেস কীরকম, লিগে ক্লাবের অবস্থান– ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনাকে যদি বলা হয়, ইন্টার মায়ামির থেকে আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) অনেক উপরে! বিশ্বাস করতে পারছেন না তাই তো? যতই আশ্চর্য বলে মনে হোক, বাস্তব কিন্তু এটাই। বিশ্ব ক্লাব ব়্যাঙ্কিংয়ে মোহনবাগানের থেকে অনেকটাই নীচে মেসির পরবর্তী ক্লাব ইন্টার মায়ামি। শুধু মোহনবাগান নয়, ব়্যাঙ্কিংয়ে আরও বেশ কয়েকটি ভারতীয় ফুটবল ক্লাবের অবস্থান ইন্টার মায়ামির উপরে! বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ফুটবল ডেটাবেস ক্লাব ব়্যাঙ্কিং অনুযায়ী, বেশিরভাগ ভারতীয় ক্লাব ইন্টার মায়ামিকে পিছনে ফেলে দিয়েছে। ক্লাব ব়্যাঙ্কিংয়ে মায়ামি রয়েছে ১৫৮০-তে। উত্তর আমেরিকার ক্লাবগুলির মধ্যে ইন্টার মায়ামি রয়েছে ২৩ নম্বরে। সেখানে ২০২২-২৩ আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের ব়্যাঙ্কিং ৬৩৫। ভারতীয় ক্লাবগুলির মধ্যে তৃতীয় সেরা। শুধু সবুজ মেরুন নয়, মেসির ক্লাবকে পিছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। লাল হলুদের ব়্যাঙ্কিং ৮০০। অন্যান্য ভারতীয় ক্লাবগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি (৯৩৩ ব়্যাঙ্কিং), কেরালা ব্লাস্টার্স এফসি (২১৫৪) এবং চলতি বছরে আইএসএল শিল্ড জয়ী মুম্বই সিটি (১৪৯২ ব়্যাঙ্কিং)। ইন্টার মায়ামির পরে রয়েছে চেন্নায়িন এফসি (১৯৭৬) এবং হায়দারবাদ এফসি (১৬৩৫)। এই ব়্যাঙ্কিং ২০২৩ সালের ১২ জুনের উপর ভিত্তি করে। কারণ ক্লাব ব়্যাঙ্কিং কিছুদিনের মধ্যেই বদলে যেতে পারে।
কেন ভারতীয় ক্লাবগুলির পিছনে ইন্টার মায়ামি?
এর প্রধান কারণ হল ক্লাবের ইতিহাস। মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ পার করেছে। ময়দানের দুই প্রধানে যে ইতিহাস সেখানে পাঁচ বছরের পুরনো ইন্টার মায়ামি নেহাতই শিশু। ক্লাব ব়্যাঙ্কিং পরিসংখ্যান এবং ডেটাবেসের উপর নির্ভর করে। এছাড়া মেজর সকার লিগে মায়ামি অবস্থান একেবারে ভালো নয়। আশা করা হচ্ছে মেসির আগমনে লিগে উন্নতির পাশাপাশি ক্লাবের ব়্যাঙ্কিংয়েও উন্নতি ঘটবে।