ম্যাঞ্চেস্টার ডার্বির রং লাল

sushovan mukherjee | Edited By: arunava roy

Mar 08, 2021 | 6:10 PM

২১ ম্যাচ পর হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) পেপ গুয়ার্দিওয়ালাকে টেক্কা ওলে গানার সোলসজায়েরের। ম্যান সিটিকে (Manchester City) ২-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গত বছরের ২১ নভেম্বর শেষ ম্যাচ হেরেছিল ম্যান সিটি।

ম্যাঞ্চেস্টার ডার্বির রং লাল
ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল ম্যান ইউ। ছবি: টুইটার

Follow Us

ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ডার্বির (Manchester Derby) রং লাল। থামল ম্যান সিটির বিজয়রথ। ২১ ম্যাচ পর হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) পেপ গুয়ার্দিওয়ালাকে টেক্কা ওলে গানার সোলসজায়েরের। ম্যান সিটিকে (Manchester City) ২-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গত বছরের ২১ নভেম্বর শেষ ম্যাচ হেরেছিল ম্যান সিটি।

আরও পড়ুন: বেঞ্জেমার শেষ মুহূর্তের গোলে মানরক্ষা জিদানের

খেলার শুরুতেই মারাত্মক ভুল করে বসে ম্যাঞ্চেস্টার সিটি। ৩৪ সেকেন্ডের মাথায় নিজেদের বক্সে অ্যান্থনি মার্শালকে ফাউল করে বসেন গ্যাব্রিয়েল জেসুস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। বল দখলের লড়াইয়ে গুয়ার্দিওয়ালার দল এগিয়ে থাকলেও লাভের লাভ কিছু হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাঞ্চেস্টার সিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুক শাউ। ৫০ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বল থেকে গোল করে যান লুক শাউ (Luke Shaw)। এরপর আর খেলায় ফিরে আসতে পারেনি ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। নিখুঁত স্ট্র্যাটেজিতেই পেপ গুয়ার্দিওয়ালাকে টেক্কা দেন সোলসজায়ের।

 

হারলেও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেই রইল ম্যাঞ্চেস্টার সিটি। ২৮ ম্যাচে সিটির ঝুলিতে ৬৫ পয়েন্ট। ম্যান সিটির চেয়ে ১১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ২৮ ম্যাচে রেড ডেভিলসদের ঝুলিতে ৫৪ পয়েন্ট।

Next Article