ইপিএলে বড় জয় লিভারপুলের

sushovan mukherjee |

Dec 07, 2020 | 2:06 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় লিভারপুলের। অ্যানফিল্ডে উলভসকে ৪-০ গোলে হারাল জুর্গেন ক্লপের দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও তিনটে গোল করে গতবারের চ্যাম্পিয়নরা।

1 / 5
২৪ মিনিটে মহম্মদ সালাহের গোলে লিড নেয় লিভারপুল। প্রথমার্ধে সালাহের গোলেই এগিয়ে ছিল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা।

২৪ মিনিটে মহম্মদ সালাহের গোলে লিড নেয় লিভারপুল। প্রথমার্ধে সালাহের গোলেই এগিয়ে ছিল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা।

2 / 5
দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান উইলানডম।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান উইলানডম।

3 / 5
সালাহের ক্রশ থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন জোয়েল মাটিপ।

সালাহের ক্রশ থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন জোয়েল মাটিপ।

4 / 5
লিভারপুলের চতুর্থ গোলটি আত্মঘাতী।

লিভারপুলের চতুর্থ গোলটি আত্মঘাতী।

5 / 5
জয়ের পর লিভারপুল কোচ ক্লপের উচ্ছ্বাস। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ২ নম্বরে সালাহরা। ছবি-টুইটার।

জয়ের পর লিভারপুল কোচ ক্লপের উচ্ছ্বাস। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ২ নম্বরে সালাহরা। ছবি-টুইটার।

Next Photo Gallery