sushovan mukherjee |
Dec 07, 2020 | 2:06 PM
২৪ মিনিটে মহম্মদ সালাহের গোলে লিড নেয় লিভারপুল। প্রথমার্ধে সালাহের গোলেই এগিয়ে ছিল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান উইলানডম।
সালাহের ক্রশ থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন জোয়েল মাটিপ।
লিভারপুলের চতুর্থ গোলটি আত্মঘাতী।
জয়ের পর লিভারপুল কোচ ক্লপের উচ্ছ্বাস। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ২ নম্বরে সালাহরা। ছবি-টুইটার।