চার্চিলকে হারিয়ে আই লিগ জমাল মহমেডান

আই লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল মহমেডান স্পোর্টিং। চার্চিলকে হারিয়ে খেতাবি লড়াই জমিয়ে দিল সাদা-কালো। কল্যাণীতে চার্চিল ব্রাদার্সকে ৪-১ গোলে হারাল শঙ্করলালের ছেলেরা। জোড়া গোল পেড্রো মানজির। মহমেডানের বাকি দুটি গোল করেন হীরা মণ্ডল আর ছাংতে। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে মহমেডান। ২৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ট্রাউ। চার্চিলেরও ঝুলিতে ২৫ পয়েন্ট।

| Updated on: Mar 15, 2021 | 11:11 PM
সোমবার মহমেডান জার্সিতে শেষ ম্যাচ খেললেন জামাল ভুইঞাঁ। চার্চিলের বিরুদ্ধে মহমেডানকে নেতৃত্ব দেন তিনি

সোমবার মহমেডান জার্সিতে শেষ ম্যাচ খেললেন জামাল ভুইঞাঁ। চার্চিলের বিরুদ্ধে মহমেডানকে নেতৃত্ব দেন তিনি

1 / 5
প্রথমার্ধে মহমেডানকে এগিয়ে দেন হীরা মন্ডল

প্রথমার্ধে মহমেডানকে এগিয়ে দেন হীরা মন্ডল

2 / 5
সাদা-কালোর হয়ে দ্বিতীয় গোল ছাঙতের

সাদা-কালোর হয়ে দ্বিতীয় গোল ছাঙতের

3 / 5
পেড্রোর জোড়া গোলে চার্চিলের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করে মহমেডান

পেড্রোর জোড়া গোলে চার্চিলের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করে মহমেডান

4 / 5
জোড়া গোল করে ম্যাচের সেরা পেড্রো মানজি।ছবি-মহমেডান

জোড়া গোল করে ম্যাচের সেরা পেড্রো মানজি।ছবি-মহমেডান

5 / 5
Follow Us: