Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিকে-চুনীকে সম্মান মোহনবাগানের

ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি পিকে ব্যানার্জি (PK Banerjee) ও চুনী গোস্বামীকে (Chuni Goswami) অনন্য সম্মান মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের। বুধবার ক্লাবে একটি অনুষ্ঠানে প্রয়াত দুই ফুটবলারকে সম্মান জ্ঞাপন করল ক্লাব। মোহনবাগান ক্লাবের গেট নামাঙ্কিত হল চুনী গোস্বামীর নামে। সবুজ মেরুনের জিমের নাম দেওয়া হচ্ছে পিকে ব্যানার্জির নামে। দুই প্রাক্তন ফুটবলারের পরিবারের সদস্য ছাড়াও উপস্থিতি ছিলেন ভারতীয় ফুটবলের দিকপাল ফুটবলাররা।

| Updated on: Mar 03, 2021 | 7:40 PM
মোহনবাগান ক্লাবের কর্তাদের হাতে চুনি গোস্বমীর জার্সি তুলে দিলেন তাঁর পরিবারের সদস্য।

মোহনবাগান ক্লাবের কর্তাদের হাতে চুনি গোস্বমীর জার্সি তুলে দিলেন তাঁর পরিবারের সদস্য।

1 / 5
ক্লাবের মিউজিয়ামের জন্য পিকে ব্যানার্জির ব্লেজার ক্লাব কর্তাদের হাতে তুলে দিলেন তাঁর পরিবারের সদস্য।

ক্লাবের মিউজিয়ামের জন্য পিকে ব্যানার্জির ব্লেজার ক্লাব কর্তাদের হাতে তুলে দিলেন তাঁর পরিবারের সদস্য।

2 / 5
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চুনী গোস্বামীর নামে সবুজ-মেরুন শিবিরের গেটের নামকরণ হবে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চুনী গোস্বামীর নামে সবুজ-মেরুন শিবিরের গেটের নামকরণ হবে।

3 / 5
পিকে ব্যানার্জীর নামে নামকরণ হবে সবুজ-মেরুন তাঁবুর জিম।

পিকে ব্যানার্জীর নামে নামকরণ হবে সবুজ-মেরুন তাঁবুর জিম।

4 / 5
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ হাবিব, আকব, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, সমরেশ চৌধুরী, বিদেশ বসু, প্রসূন ব্যানার্জির মত প্রাক্তন ফুটবলাররা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ হাবিব, আকব, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, সমরেশ চৌধুরী, বিদেশ বসু, প্রসূন ব্যানার্জির মত প্রাক্তন ফুটবলাররা।

5 / 5
Follow Us: