পিকে-চুনীকে সম্মান মোহনবাগানের
ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি পিকে ব্যানার্জি (PK Banerjee) ও চুনী গোস্বামীকে (Chuni Goswami) অনন্য সম্মান মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের। বুধবার ক্লাবে একটি অনুষ্ঠানে প্রয়াত দুই ফুটবলারকে সম্মান জ্ঞাপন করল ক্লাব। মোহনবাগান ক্লাবের গেট নামাঙ্কিত হল চুনী গোস্বামীর নামে। সবুজ মেরুনের জিমের নাম দেওয়া হচ্ছে পিকে ব্যানার্জির নামে। দুই প্রাক্তন ফুটবলারের পরিবারের সদস্য ছাড়াও উপস্থিতি ছিলেন ভারতীয় ফুটবলের দিকপাল ফুটবলাররা।
Most Read Stories