Mohun Bagan: লিগ অভিযানে শুরুতেই ভবানীপুরের সামনে মোহনবাগান

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 01, 2024 | 9:11 PM

Mohun Bagan CFL 2024: কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ভবানীপুর ফুটবল ক্লাব। মঙ্গলবার মাঠে নামার আগে বিপক্ষের রণনীতি তাই খুটিয়ে দেখে নিচ্ছে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। গত বছর কলকাতা লিগে সবুজ মেরুন জার্সিতে সাড়া ফেলা সুহেল ভাট বাগান স্ট্রাইকিং লাইন আপের প্রধান ভরসা। এছাড়া টাইসন সিং, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানাদের মতো ফুটবলাররা আছেন দলে।

Mohun Bagan: লিগ অভিযানে শুরুতেই ভবানীপুরের সামনে মোহনবাগান
Image Credit source: MOHUN BAGAN

Follow Us

কলকাতা: মঙ্গলবার ফুটবল কলকাতা লিগের অভিযানে নামছে মোহনবাগান। ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে লিগের যাত্রা শুরু করছে সবুজ-মেরুন শিবির। লিগের প্রথম ম্যাচেই মোহনবাগানের সামনে ভবানীপুর। কলকাতা ময়দানের পরিচিত ফুটবলাররা আছেন ভবানীপুরে। ধারে ভারেও বেশ শক্তিশালী। লিগের শুরুতেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। সতর্ক হয়েই মাঠে নামছে মোহনবাগান। নতুন কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে তৈরি বাগান ফুটবলাররা। সিনিয়র দলের ফুটবলারদের পাশাপাশি ডেভলপমেন্ট টিমের ফুটবলারদের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন বাগানের নয়া কোচ।

কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ভবানীপুর ফুটবল ক্লাব। মঙ্গলবার মাঠে নামার আগে বিপক্ষের রণনীতি তাই খুটিয়ে দেখে নিচ্ছে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। গত বছর কলকাতা লিগে সবুজ মেরুন জার্সিতে সাড়া ফেলা সুহেল ভাট বাগান স্ট্রাইকিং লাইন আপের প্রধান ভরসা। এছাড়া টাইসন সিং, অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানাদের মতো ফুটবলাররা আছেন দলে। সিনিয়র টিমের জার্সিতে উল্লেখযোগ্য পারফরমেন্স করা রাজ বাসফোর, দীপেন্দু বিশ্বাস, ফারদিন আলি মোল্লারাও আছেন দলে। অভিজ্ঞ ফুটবলার সুমিত রাঠি আছেন স্কোয়াডে।

মাঠে নামার আগে বাগান কোচ ডেগি কার্ডোজো বলছেন, ‘এখনও পর্যন্ত ফুটবলারদের এক তৃতীয়াংশ চিনে উঠতে পেরেছি। অনুশীলনের মাধ্যমে ছেলেদের তৈরি করেছি। আশা করছি, যত ম্যাচ এগোবে তত ফুটবলারদের চিনে উঠতে পারব। ঘরোয়া লিগ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আপাতত লক্ষ্য প্রথম ম্যাচ।’ দীপেন্দু বিশ্বাস যেমন বললেন সিনিয়র টিমে খেলার অভিজ্ঞতাই কাজে লাগাতে চান।

ভবানীপুর ফুটবল ক্লাবের কোচ সৈয়দ রমন ময়দানের পরিচিত মুখ। দীর্ঘ সময় ধরে মহমেডান স্পোর্টিংয়ে কোচিং করিয়েছেন। গত বছরও কলকাতা লিগে সাদা-কালোয় কোচিং করান। শঙ্কর, দীপ, আজহারউদ্দিন, জীতেন মুর্মুর মতো পরিচিত মুখরা আছেন ভবানীপুরে। পুলিশকে লিগের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারিয়ে চনমনে প্রকাশ, মনোতোষরা। মোহনবাগানকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ভবানীপুর।

Next Article