ISL Final: কলকাতায় প্রথম ফাইনাল, ত্রিমুকুটের খিদে নিয়ে নামছে মোহনবাগান

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 04, 2024 | 9:00 AM

ISL 2023-24, Mohun Bagan Super Giant vs Mumbai City FC: ফাইনালে আজ সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল। আর মুখোমুখি সাক্ষাতে মোহনবাগানের শক্ত প্রতিপক্ষ। এ মরসুমের আগে অবধি আইএসএলে কখনও মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। লিগ শিল্ডের ইতিহাস গড়তে হলে আরও একটা পরিসংখ্যান বদলাতে হত সবুজ মেরুনকে। গত ১৫ এপ্রিল সেই ইতিহাসই তৈরি হয়।

ISL Final: কলকাতায় প্রথম ফাইনাল, ত্রিমুকুটের খিদে নিয়ে নামছে মোহনবাগান
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ মরসুমে ডুরান্ড কাপ জিতেছে। এর চেয়েও বড় সাফল্য। প্রথম বার আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। অল্পেতে কি খুশি হওয়া যায়? উচিতও নয়। মোহনবাগানের লক্ষ্য এ বার আইএসএল নকআউট ট্রফির খেতাব ধরে রাখা। প্রথম বার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল। টুর্নামেন্টের দশম সংস্করণের যবনিকা পতনের রাত আজ। কলকাতায় ফাইনাল, ট্রফিও কলকাতাতেই থাকুক, এই প্রত্যাশায় বাংলা ফুটবলও।

ফাইনালে আজ সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল। আর মুখোমুখি সাক্ষাতে মোহনবাগানের শক্ত প্রতিপক্ষ। এ মরসুমের আগে অবধি আইএসএলে কখনও মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। লিগ শিল্ডের ইতিহাস গড়তে হলে আরও একটা পরিসংখ্যান বদলাতে হত সবুজ মেরুনকে। গত ১৫ এপ্রিল সেই ইতিহাসই তৈরি হয়। প্রথম বার মুম্বই সিটি এফসিকে হারিয়ে, প্রথম বার আইএসএল লিগ শিল্ড জেতে মোহনবাগান। সেই একই দলকে হারিয়ে নকআউট ট্রফি জেতাই লক্ষ্য। ভরসা শুধু প্লেয়াররাই নন, গ্যালারির বিপুল সমর্থনও।

গত বারের চ্যাম্পিয়নরা অবশ্য টুর্নামেন্টের মাঝ পথে খেই হারিয়েছিল। তবে আন্তোনিও লোপেজ হাবাস হেড কোচের দায়িত্ব নিতেই…। প্রথম ছয়ে থাকা কার্যত পাকা থাকলেও, আশঙ্কা ছিল আদৌ লিগ শিল্ড আসবে তো! শেষ ল্যাপে অনবদ্য প্রত্য়াবর্তনে লিগ শিল্ডের ইতিহাসও গড়েছে সবুজ মেরুন। সেমিফাইনালে ওডিশা এফসির বিরুদ্ধে প্রথম লেগে ১-২ ব্যবধানে হার। সেখান থেকে আরও একটা অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানো এবং ফাইনাল নিশ্চিত করা। সাফল্যের খিদে সর্বোচ্চ স্তরে না থাকলে সম্ভব নয়।

ফাইনাল অবশ্য অন্য ম্যাচ। ফাইনাল শব্দটার মধ্যেই যেন অনেক চাপ লুকিয়ে। কিন্তু সাফল্যের খিদেটাই যেন ভরসা। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি কোচ পিটার ক্রাটকি অবশ্য যুবভারতীতে খেলা নিয়ে চিন্তিত নন। মোহনবাগান গ্যালারি তাঁর কাছে ‘চাপ’-এর নয়। শিল্ডের ম্যাচেও ৬০ হাজারের বেশি সমর্থনের সামনে খেলেছে তাঁর দল। মুম্বই সিটি কোচের ভাবনায়, সেই ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছিল তাঁর দল। এ বার ফাইনালে ভালো কিছুরই প্রত্যাশায়। তবে সবুজ মেরুন গ্যালারি যে এত সহজে তা হতে দেবে না, এ আর বলার অপেক্ষা রাখে না।

মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার

Next Article