কলিঙ্গ সুপার কাপে গ্রুপ পর্বে বিদায়। বছর শেষ হয়েছিল আইএসএলে হারের হ্যাটট্রিকে। এএফসি কাপেও গ্রুপ পর্বে বিদায়। মরসুমের প্রথম তিনটির মধ্যে দুটি ডার্বি হার। কী হয়েছিল সব ভুলে যান। মোহনবাগান আবার চেনা ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ বারের আইএসএলের দ্বিতীয় পর্বে ডার্বিতে দু-বার পিছিয়ে পড়েও ড্র। তাতেও যেন স্বস্তি ফিরছিল না। গত দু-ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ মেরুন শিবির। আজ ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিকেই নজর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগের দুটি ম্যাচে জয়ের মধ্যে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে হয়তো এফসি গোয়ার বিরুদ্ধে গত ম্যাচটিই। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ১-৪ ব্যবধানে হেরেছিল মোহনবাগান। ফিরতি লেগে গোয়ার ডেরায় বদলা নিয়েছে সবুজ মেরুন। স্কোর লাইন বলছে ১-০ গোলে জিতেছিল মোহনবাগান। কিন্তু বাস্তব অন্য। বড় ব্যবধানে জিততে পারত আন্তোনিও লোপেজ হাবাসের টিম। তার চেয়েও তৃপ্তি, এ বারের আইএসএলে প্রথম ১২টি ম্যাচই অপরাজিত ছিল এফসি গোয়া। মোহনবাগানই তাদের সেই দৌড় থামিয়েছে।
নর্থ ইস্ট ইউনাইটেড আইএসএলের প্রথম পর্বে সেই অর্থে ভালো ছন্দে ছিল না। তবে দ্বিতীয় পর্বে নজর কাড়ছে। বিশেষ করে ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে হারানোর পর নর্থ ইস্ট ইউনাইটেডের আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়েছে। সে কারণেই এই টিমকে হালকা নিতে নারাজ মোহনবাগান কোচ হাবাস। আজ নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতে পারলে আইএসএলে জয়ের হ্যাটট্রিক হবে। শুধু তাই নয়, পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে আসারও সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে। সেই লক্ষ্যেই নামছে সবুজ মেরুন।
মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, বিকেল ৫টা, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং