TV9 বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানি-ইংল্যান্ড ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোল বাতিলের ঘটনা মনে আছে ? ল্যাম্পার্ডের শট ক্রশবারে লেগে গোললাইন অতিক্রম করে ফিরে এলেও গোল দেননি রেফারি। তারপর থেকেই বিশ্বফুটবলে গোল লাইন প্রযুক্তি চালুর দাবি জোরাল হয়েছিল। সময়ের সাথে সাথে বিশ্বফুটবলে এসেছে ভিডিও অ্যাসিসেটেন্ট রেফারি (VAR)। এবার আইএসএলেও ওই প্রযুক্তি ব্যবহারের দাবি জোরাল হচ্ছে। বুধবার রাতে জামশেদপুর এফ সি বনাম এফসি গোয়া ম্যাচে জামশেদপুরের নিশ্চিত গোল বাতিল ভারতীয় ফুটবলে VAR চালুর দাবি উস্কে দিচ্ছে।
জামশেদপুর বনাম এফসি গোয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। খেলার ফল তখন ১-১। জামশেদপুরের মিডফিল্ডার লিমার শট গোলকিপারকে পরাস্ত করে ক্রশবারে লেগে গোললাইন অতিক্রম করে। কিন্তু তা রেফারি-লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। ফলে গোল দেননি রেফারি। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় জামশেদপুর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে জেতে এফসি গোয়া। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই গোল বাতিল। শুধু বুধবার রাতে জামশেদপুরের গোল বাতিলই নয়, আইএসএলে রেফারির ভুল সিদ্ধান্ত প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই লিংডোর লালকার্ড, পেনাল্টি না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।
আরও পড়ুন: লিগ কাপের শেষ চারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আইএসএলে VAR চালুর পক্ষে সওয়াল করছেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। তার স্পষ্ট বক্তব্য, “আইএসএলে ১০টা দল প্রথম চারটে পজিশনের জন্য লড়াই করছে। সেখানে একটা পয়েন্ট তফাত করে দিতে পারে। রেফারির ভুলের খেসারত দিতে হতে পারে যে কোনও দলকে। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি চালু হলে অন্তত ৬০-৭০ সিদ্ধান্ত নির্ভুল হবে।”
ভারতে VAR চালুর ক্ষেত্রে প্রধান অন্তরায় অর্থ। ফেডারেশন সচিব কুশল দাস জানাচ্ছেন, “আইএসএলে VAR চালু করতে হলে এক বছরে প্রায় ২০-২৫ কোটি টাকা খরচ।”
TV9 বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানি-ইংল্যান্ড ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোল বাতিলের ঘটনা মনে আছে ? ল্যাম্পার্ডের শট ক্রশবারে লেগে গোললাইন অতিক্রম করে ফিরে এলেও গোল দেননি রেফারি। তারপর থেকেই বিশ্বফুটবলে গোল লাইন প্রযুক্তি চালুর দাবি জোরাল হয়েছিল। সময়ের সাথে সাথে বিশ্বফুটবলে এসেছে ভিডিও অ্যাসিসেটেন্ট রেফারি (VAR)। এবার আইএসএলেও ওই প্রযুক্তি ব্যবহারের দাবি জোরাল হচ্ছে। বুধবার রাতে জামশেদপুর এফ সি বনাম এফসি গোয়া ম্যাচে জামশেদপুরের নিশ্চিত গোল বাতিল ভারতীয় ফুটবলে VAR চালুর দাবি উস্কে দিচ্ছে।
জামশেদপুর বনাম এফসি গোয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। খেলার ফল তখন ১-১। জামশেদপুরের মিডফিল্ডার লিমার শট গোলকিপারকে পরাস্ত করে ক্রশবারে লেগে গোললাইন অতিক্রম করে। কিন্তু তা রেফারি-লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। ফলে গোল দেননি রেফারি। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় জামশেদপুর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে জেতে এফসি গোয়া। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই গোল বাতিল। শুধু বুধবার রাতে জামশেদপুরের গোল বাতিলই নয়, আইএসএলে রেফারির ভুল সিদ্ধান্ত প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই লিংডোর লালকার্ড, পেনাল্টি না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।
আরও পড়ুন: লিগ কাপের শেষ চারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আইএসএলে VAR চালুর পক্ষে সওয়াল করছেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। তার স্পষ্ট বক্তব্য, “আইএসএলে ১০টা দল প্রথম চারটে পজিশনের জন্য লড়াই করছে। সেখানে একটা পয়েন্ট তফাত করে দিতে পারে। রেফারির ভুলের খেসারত দিতে হতে পারে যে কোনও দলকে। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি চালু হলে অন্তত ৬০-৭০ সিদ্ধান্ত নির্ভুল হবে।”
ভারতে VAR চালুর ক্ষেত্রে প্রধান অন্তরায় অর্থ। ফেডারেশন সচিব কুশল দাস জানাচ্ছেন, “আইএসএলে VAR চালু করতে হলে এক বছরে প্রায় ২০-২৫ কোটি টাকা খরচ।”