কৌস্তভ গঙ্গোপাধ্যায়
বানিজ্য নগরীর মুকুটে যেন জোড়া পালক। প্রথমটা দিয়েছিলেন রোহিত শর্মারা। দ্বিতীয়টা দিলেন সের্জিও লোবেরা। আইপিএলের পর আইএসএল ট্রফিও উঠল মুম্বইয়ের শোকেসে।
এ তো জানা তথ্য। নাইজেরিয়ান ওগবেচেও যে জানতেন ফতোরদায় শনিবার রাতে জানা গেল। একমুখ ঝলমলে হাসি নিয়ে ওগবেচে বলে গেলেন, ‘কিছুদিন আগেই আইপিএল জিতেছে মুম্বই। এ বার আইএসএলও জিতল। সব সাফল্যই তো এখন এই শহরের।’
??? ?????-?????? for @MumbaiCityFC ?#HeroISLFinal #MCFCATKMB #LetsFootball pic.twitter.com/OqBho4Mr7K
— Indian Super League (@IndSuperLeague) March 13, 2021
প্রথম বার ফাইনালে উঠেই বাজিমাত মুম্বই সিটি এফসির। খেলার শেষ মুহূর্তে বিপিন সিংয়ের শটটা জালে জড়াতেই উত্সব শুরু মুম্বইয়ের। এমন রাতের জন্যই এত দিন অপেক্ষা করছিল মুম্বই শিবির। এটিকে মোহনবাগানকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে। এ বার ফাইনালে সবুজ-মেরুনকে হারিয়ে খেতাব জয়। আইএসএলে এর আগে কোনও দল একসঙ্গে লিগ চ্যাম্পিয়ন আর খেতাব জেতেনি।
??? THE WAIT IS OVER ???#MCFCATKMB #HeroISLFinal #TrophyLekeAa ? #AamchiCity ? pic.twitter.com/o4tEpdbVHv
— Mumbai City FC (@MumbaiCityFC) March 13, 2021
আরও পড়ুন:ভুলের পাহাড়ে বসে খেতাব ভুলল বাগান
অসাধারণ কৃতিত্ব গড়ার নেপথ্যে প্রধান কারিগর মুম্বই কোচ সের্জিও লোবেরা। তিনি অবশ্য যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন তাঁর দলের ফুটবলারদের। চ্যাম্পিয়ন হওয়ার পর লোবেরা বললেন, ‘ভারতীয় ফুটবলাররাই টিমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওরা যে সুযোগটা পেয়েছে, সেটাকেই কাজে লাগিয়েছে। আমার কাছে এবং আমার দলের কাছে এই ট্রফিটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিই এ এক গর্বের মুহূর্ত। ব্যক্তিগত ভাবে বলতে পারি, গোয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেয়েছিলাম ঠিকই, ট্রফি জেতার স্বাদ কেমন জানতাম না। এই রাতটা আমাকে তৃপ্তি দিচ্ছে।’
অময় রানাওয়াড়ের চোট পেয়ে হাসপাতালে যাওয়া পুরো টিমকে তীব্র চাপে যেমন ফেলে দিয়েছিল, তেমনই বোধহয় ফোকাসডও করে তুলেছিল। বিরতিতে ড্রেসিংরুমে কী বলেছিলেন লোবেরা? ‘হাফ টাইমে আমি টিমকে খুব বেশি বলতে পারিনি। অময়ের চোটটা ঘেঁটে দিয়েছিল। টিমকে বলেছিলাম, ম্যাচে ফোকাস করো।’
ওগবেচে নন, আইএসএল ফাইনালে নায়ক এক ভারতীয় তরুণ। ২৬ বছরের বিপিন সিং ৯০ মিনিট ধরে মাঠ জুড়ে ছুটলেন। এটিকে মোহনবাগান বক্সে বারবার হানা দিলেন। এবং, ঠিক প্রয়োজনের সময় গোল এনে দিলেন টিমকে। ওগবেচের মাইনাসটা ফলো করে পৌঁছে গিয়েছিলেন জায়গা মতো। এক একটা আইএসএল এই রকম এক একজন তারকার জন্ম দেয়। এ বার যেমন এটিকে মোহনবাগানের মনবীর সিং। মুম্বইয়ের তেমন বিপিন সিং। লাজং এফসি থেকে ২০১৭ সালে এটিকে-তে যোগ দিয়েছিলেন মণিপুরী উইঙ্গার। পরের বছর মুম্বই সিটিতে। সেই শহরই এখন তাঁর ঘরবাড়ি। ম্যাচের পর ভাঙা ভাঙা হিন্দিতে বিপিন বলছিলেন, ‘ম্যাচ জেতার গোল সব সময় তৃপ্তি দেয়। কোচ বরাবর বলেন, গোল মিস করলে ভেবো না, আবার চেষ্টা করো। সেই চেষ্টাটাই প্রতি মুহূর্তে চালিয়ে গিয়েছি।’
আরও পড়ুন:ব্যাট হাতে এখনও ভেল্কি দেখাচ্ছেন মাস্টার ব্লাস্টার
উত্সবের রাত এমনই হয়। আলো আর আলো যখন সেলিব্রেশন চিনিয়ে দেয় তখন কোথাও কোথাও অন্ধকারও থাকে। রয় কৃষ্ণা, অরিন্দম ভট্টাচার্যদের হতাশা, কান্না এ সব থেকে গেল ফতোরদার কোনও এক কোণে। এই রাত শুধু মুম্বইয়ের!