Lionel Messi: গেইলের সেই ছয়ের মতো? এই প্রথম মেসির দুর্দান্ত ফ্রি-কিকেও মন ভাঙল ফুটবলপ্রেমীদের!

Lionel Messi Free-Kick: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় ক্রিস গেইল একটা বিশাল ছয় মেরেছিলেন। গ্যালারিতে যায় সেই ছয়। যদিও সেই ছয়ে আনন্দের চেয়েও বেদনা দিয়েছিল বেশি। একটি বাচ্চা মেয়ের মুখে লেগেছিল সেটি। হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল সেই বাচ্চা মেয়েটিকে। ক্রিস গেইলও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গেইল প্রচণ্ড হতাশ ছিলেন! বাচ্চা মেয়েটি উল্টে গেইলকে বলেছিলেন, তিনি যেন ছয় মারা না ছাড়েন! মেসির ক্ষেত্রেও যেন ঘটনা অনেকটা এমনই।

Lionel Messi: গেইলের সেই ছয়ের মতো? এই প্রথম মেসির দুর্দান্ত ফ্রি-কিকেও মন ভাঙল ফুটবলপ্রেমীদের!
Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Mar 04, 2024 | 7:14 PM

লিও মেসি ফ্রি-কিক নিচ্ছেন। প্রতিপক্ষ ফুটবলারদের পরিস্থিতি করুণ। সমর্থকরা অপেক্ষা করে থাকেন, বলটা গোলেই ঢুকুক। একসঙ্গে আনন্দে মেতে ওঠে গ্যালারি। মেসির নেওয়া ফ্রি-কিক চোখ জুড়িয়ে যায় ফুটবলপ্রেমীদের। এই প্রথম বোধ হয় মেসির ফ্রি-কিক মন ভাঙল ফুটবল প্রেমীদের। এরও কারণ রয়েছে। এর সঙ্গে ক্রিকেটের একটা উদাহরণ দেওয়া যাক। ক্রিস গেইলের বিশাল বিশাল ছয় মনে পড়ে? মেসির ফ্রি-কিক আর ক্রিস গেইলের ছয়ের মধ্যে কী মিল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় ক্রিস গেইল একটা বিশাল ছয় মেরেছিলেন। গ্যালারিতে যায় সেই ছয়। যদিও সেই ছয়ে আনন্দের চেয়েও বেদনা দিয়েছিল বেশি। একটি বাচ্চা মেয়ের মুখে লেগেছিল সেটি। হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল সেই বাচ্চা মেয়েটিকে। ক্রিস গেইলও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গেইল প্রচণ্ড হতাশ ছিলেন! বাচ্চা মেয়েটি উল্টে গেইলকে বলেছিলেন, তিনি যেন ছয় মারা না ছাড়েন! মেসির ক্ষেত্রেও যেন ঘটনা অনেকটা এমনই।

ইন্টার মায়ামিতে খেলেন মেসি। মেজর লিগ ফুটবলে ওরল্যান্ডো এফসির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতেছে মায়ামি। মেসি জোড়া গোল করেছেন। আলোচনায় যদিও একটি ফ্রি-কিক। টপ কর্নারে রাখতে চেয়েছিলেন। যদিও টার্গেট মিস করে সেই ফ্রি-কিক গ্যালারিতে একটি বাচ্চা মেয়ের গায়ে লাগে। স্বাভাবিক ভাবেই জোরালো আঘাতে বাচ্চা মেয়েটির চোখে জল। পাশেই থাকা দুই মহিলা বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করছিলেন। ক্যামেরায় ধরা হয় তার বাবাকে।

মেয়ের চোখে জল, বাবা অবশ্য অন্য জগতে! মেসির ফ্রি-কিক তাঁর বাচ্চার গায়ে লেগেছে, এই ভেবেই অবাক হয়ে যান। বলটি হাতে নিয়ে কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না, মেসির নেওয়া ফ্রি-কিকের বল তাঁর হাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।