ফাঁকা মাঠে খেলা ভয়ঙ্কর, বলছেন মেসি

sushovan mukherjee |

Dec 22, 2020 | 7:46 PM

২০০৭-০৮ মরসুমের পর এতটা খারাপ ফর্মে মেসি। সব টুর্নামেন্ট মিলিয়ে এই মরসুমে মাত্র ৯টি গোল করেছেন তিনি। পাঁচটি গোল এসেছে পেনাল্টি থেকে।

ফাঁকা মাঠে খেলা ভয়ঙ্কর, বলছেন মেসি
খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন মেসি। ছবি সৌজন্যে - টুইটার (মেসি)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – দর্শকদের ছাড়া ফাঁকা মাঠে খেলা ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমনটাই বলছেন বার্সেলোনার অধিনায়ক লিও মেসি। ফুটবল যুবরাজ বলছেন, এর থেকে খারাপ অভিজ্ঞতা কিছু হতে পারে না। ম্যাচ খেলা হচ্ছে না অনুশীলন করছি বুঝতে পারছি না। মেসির কথা থেকেই পরিস্কার দর্শকশুন্য মাঠে খেলে নিজেকে অনুপ্রাণিত করতে পারছেন না তিনি। গত মরসুমে যখন মহামারীর জন্য খেলা বন্ধ হয় তখন বার্সেলোনা লিগে শীর্ষে। ১১ পয়েন্টর লিড তাদের কাছে। কিন্তু ফাঁকা গ্যালারিতে খেলা শুরু হতেই রিয়ালের কাছে লিগ হাতছাড়া করে কাতালান ক্লাব।

আরও পড়ুন – ফের ফিফার কাঠগড়ায় শেপ ব্লাটার

চলতি মরসুমে এমনিতেই ভালও ফর্মে নেই আর্জেন্তিনার তারকা ফুটবলার। ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারছেন না। তাঁর ক্লাবরে হালও খুব একটা ভালও নয়। এমন পরিস্থিতিতে যেন দর্শকদের মাঠে ফেরত চাইছে মেসি। মাঠে দর্শক ফিরলে কি ভাগ্যও ফিরে পাবে বার্সেলোনা? আবার ছন্দ খুঁজে পাবেন মেসি?

আরও পড়ুন – মারাদোনার মৃত্যু আত্মহত্যা ?

গত ৩৩ বছরে লা-লিগায় সব থেকে খারাপ শুরু করেছে বার্সেলোনা। বর্তমানে তাঁরা দাড়িয়ে আছেন পঞ্চম স্থানে। মেসিও ২০০৭-০৮ মরসুমের পর এতটা খারাপ ফর্মে। সব টুর্নামেন্ট মিলিয়ে এই মরসুমে মাত্র ৯টি গোল করেছেন মেসি। তার মধ্যে আবার পাঁচটি গোল এসেছে পেনাল্টি থেকে।

Next Article