দোহা: প্রথম দশে পর্তুগাল। আর ব়্যাঙ্কিংয়ের নিরিখে বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে নীচে থাকা দলগুলির মধ্যে একটি ঘানা। ধারে ভারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের থেকে অনেকটাই পিছিয়ে। কিন্তু অঘটনের বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে কোনওরকম তুলনায় না থাকা দলটি যথেষ্ট চাপে রাখল রোনাল্ডোদের। ম্যাচ চলাকালীন বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারলেন না কোচ ফার্নান্দো স্যান্টোস। কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকবার। ৩-২ ব্যবধানে মাঠ ছাড়ার কয়েক সেকেন্ড আগে পর্যন্ত তটস্থ করে রেখেছিল ক্রমতালিকার ৬৬ নম্বরে থাকা আফ্রিকার দল ঘানা। তবে পা হড়কায়নি পর্তুগালের। পেনাল্টি থেকে সিআর সেভেনের যে গোল পর্তুগালকে এগিয়ে দিয়েছিল তাতেই বিশ্বকাপের মঞ্চে বিরল নজির গড়ে ফেললেন সিআর সেভেন। ঘটনার ঘনঘটার এই ম্যাচের বাকি অংশ পড়ে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
বিতর্কের ঝুলি নিয়ে কাতারে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু বর্হিবিশ্বের হইচই যে তাঁকে খুব একটা ছুঁতে পারেনি, মাঠেই তার উত্তর মিলল। বয়সের পাল্লা যতই ভারী হোক, প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরালেন ম্যাচের প্রথম থেকেই। বার্নার্ডো সিলভার পাস থেকে ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিলেন। তাতে ব্যর্থ। ম্যাচের প্রথম গোলের দেখা পেতে অনেকটাই দেরি হল। ঘানার জমাটি রক্ষণের দৌলতে প্রথমার্ধে পর্তুগিজদের আক্রমণে ওঠা খুব একটা কাজে দেয়নি। যার ফলে ৪৫ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ০-০। ম্যাচের মোড় ঘুরল দ্বিতীয়ার্ধে। রোনাল্ডোদের আক্রমণ সামলে প্রতি আক্রমণে মনোনিবেশ করতে শুরু করে। তার খেসারত দিতে হয়েছে। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন। বহু প্রতীক্ষিত মুহূর্ত। একইসঙ্গে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার বিরল নজির গড়ে ফেলেন পর্তুগিজ মহাতারকা।
রোনাল্ডোকে জবাব দিতে বেশি দেরি করেনি ঘানা। ৭৩ মিনিটে পর্তুগালের রক্ষণের ভুলের ফায়দা তুলে সমতায় ফেরান আন্দ্রে আয়ু। অঘটন…মাথায় ঘুরছিল ফুটবলপ্রেমীদের। রেকর্ড গড়ার রাতটা কি তাহলে রোনাল্ডোর হল না? কয়েক মিনিটের মধ্যে আশঙ্কা দূর হল জোয়াও ফেলিক্সের অসাধারণ গোলে। মিনিট দুয়েকের মধ্যে ব্যবধানে বাড়ান পরিবর্ত হিসেবে নামা রাফায়েল লিয়াও। ৩-১ পরিস্থিতি থেকে ঘানার ফেরার সুযোগ নেই। দর্শকরা এমনটা ভাবলেও হাল ছাড়েনি ঘানা। ৮৯ মিনিটে উসমান বুখারির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়ে রাখে দলটি। এই গোলের ঠিক আগে রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নেন ফার্নান্দো স্যান্টোস। ৯ মিনিটের সংযুক্তি সময়েও টানটান স্নায়ুর যুদ্ধ চলেছে। এই সময়ের মধ্যে ঘানা দুটি সুযোগ বের করলেও সফল হয়নি। আফ্রিকান দলটির অঘটনের প্রত্যয়কে ছুঁড়ে ফেলে মুখে হাসি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।