TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 25, 2022 | 7:30 AM
বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবল ফ্যানদের একজন বলে ধরা হয় ক্রোট সুন্দরী ইভানা নোল'কে। নিজের দেশকে সমর্থন জানাতে প্রায়শই স্টেডিয়ামে উপস্থিত থাকেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপের পর ২০২২ কাতার বিশ্বকাপেও উজ্জ্বল উপস্থিতি ইভানার।(ছবি:ইনস্টাগ্রাম)
ক্রোয়েশিয়ার 'লাকি চার্ম' বলে পরিচিত ৩০ বছরের ইভানা। এই ব্রুনেট বিউটিকে দেশটির সংবাদমাধ্যমের চেনে 'ক্রেয়েশিয়ার সেক্সিয়েস্ট চিয়ারলিডার' নামে। ইভানা রক্ষণশীল কাতারে আদৌ যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। বুধবারের ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ চলাকালীন সন্দেহ দূর হয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)
ক্রোয়েশিয়া-মরক্কো গোলশূন্য ড্রয়ের বিবর্ণ ম্যাচে ফুটবল ফ্যানদের মনোরঞ্জন করতে কসুর রাখেননি ইভানা। পোশাক আশাক নিয়ে বিধি নিষেধ রয়েছে। আল বায়াত স্টেডিয়ামে তাই মাথা থেকে পা অব্দি ঢেকে এসেছিলেন ইভানা। ড্রেসের ডিজাইনে অবশ্যই ছিল ক্রোয়েশিয়ার জাতীয় পতাকার লাল-সাদা চেক। (ছবি:ইনস্টাগ্রাম)
আল খোরের তীব্র গরমে গা ঢাকা পোশাকেও উষ্ণতা ছড়ালেন ইভানা। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকলেও পোশাকের সামনে অংশ বেশ ডিপ।(ছবি:ইনস্টাগ্রাম)
জার্মানিতে জন্ম, উত্তর ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে বেড়ে ওঠা ইভানা ছোট থেকেই ফুটবল ভালোবাসেন। ফুটবলের টানে ছুটে যান বিভিন্ন প্রান্তে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া ম্যাচের আগে ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করে উষ্ণতা বাড়ালেন। (ছবি:ইনস্টাগ্রাম)
ইভানা তাঁর সুইম স্যুটের জন্য বেজায় বিখ্যাত। জাতীয় দলের পতাকার আদলে এই বিকিনিকে বলেন 'CROkini'। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ম্যাচের আগে ইভানার ইনস্টাগ্রামে এমন পোস্ট অবশ্যই পাবেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)