AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

POR vs GHA Highlights: রোনাল্ডোর বিরল নজির, জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

| Edited By: | Updated on: Nov 25, 2022 | 12:45 AM
Share

Portugal vs Ghana, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ এইচ-এর, পর্তুগাল বনাম ঘানা (Portugal vs Ghana) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

POR vs GHA Highlights: রোনাল্ডোর বিরল নজির, জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

দোহা: মেসি পারেননি, ৩৭-এর রোনাল্ডো পারলেন। ঘানার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কাতার বিশ্বকাপে অভিযান শুরু করল পর্তুগাল। জয়ে অবদান রাখলেন ক্রিশ্চিয়ানো। কেরিয়ারের পঞ্চম এবং খুব সম্ভবত শেষ বিশ্বকাপে অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন। পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন শুধুমাত্র রোনাল্ডোর ঝুলিতে। গ্রুপ এইচ থেকে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী ফার্নান্দো স্যান্টোসের দল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Nov 2022 11:37 PM (IST)

    আমার হল সারা…

    রোনাল্ডো ম্যাজিক শেষ। এ বার পালা নেইমারের। ঘণ্টাখানেকের মধ্যে শুরু ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ। প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন টিভি ৯ বাংলার এই লাইভ ব্লগে।

    ব্রাজিল-সার্বিয়া, লাইন আপ ঘোষিত

  • 24 Nov 2022 11:31 PM (IST)

    রেফারির শেষ বাঁশি, জিতল পর্তুগাল

    ৩-২ গোলে ঘানার বিরুদ্ধে জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করল পর্তুগাল। দলের হয়ে প্রথম গোল রোনাল্ডোর। হাসিমুখে মাঠ ছাড়লেন তিনি এবং তাঁর অগণিত ভক্ত।

  • 24 Nov 2022 11:23 PM (IST)

    ৯ মিনিট অতিরিক্ত সময়

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়া কি ঝুঁকির হয়ে গেল? ৯ মিনিট অতিরিক্ত সময়। ম্যাচে কি আরও অনেক কিছু দেখার বাকি? ঘানার দাপটে জমে গিয়েছে ম্যাচ।

  • 24 Nov 2022 11:21 PM (IST)

    ঘানার গোল

    রোনাল্ডো মাঠ ছাড়তেই চাপ পর্তুগালের উপরে। উসমান বুকানির গোলে ব্যবধান কমাল ঘানা। ম্যাচের ফল পর্তুগাল ৩-২ ঘানা।

  • 24 Nov 2022 11:14 PM (IST)

    পর্তুগালের তিন গোল

    চেনা ছন্দে পর্তুগাল। রাফায়েল লিয়াও-এর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে পর্তুগাল।

  • 24 Nov 2022 11:12 PM (IST)

    এগিয়ে গেল পর্তুগাল

    ঘানা সমতায় ফেরানোর পাঁচ মিনিটের মধ্যে ব্রুনোর পাস থেকে পর্তুগালকে এগিয়ে দিলেন ফেলিক্স। পর্তুগাল ২-১ ঘানা।

  • 24 Nov 2022 11:06 PM (IST)

    সমতায় ঘানা

    কাতারেই আল সাদের হয়ে ফুটবল খেলেন। রোনাল্ডোর গোলের ৮ মিনিটের মধ্যেই ঘানাকে সমতায় ফেরালেন আন্দ্রে আয়ু।

  • 24 Nov 2022 10:58 PM (IST)

    পাঁচে পাঁচ

    প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার বিরল রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে এটি তাঁর অষ্টম গোল। ১০৮তম আন্তর্জাতিক গোল।

  • 24 Nov 2022 10:56 PM (IST)

    গোওওওওল…

    ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল রোনাল্ডোর। গোটা স্টেডিয়ামে উচ্ছ্বাস। গোলের পর চিরাচরিত সিউ সেলিব্রেশন। এগিয়ে গেল পর্তুগাল। ফলাফল পর্তুগাল ১-০ ঘানা।

  • 24 Nov 2022 10:47 PM (IST)

    গোলের দেখা নেই

    ম্যাচের বয়স বাড়ছে অথচ গোলের দেখা নেই। ৫৫ মিনিট অতিক্রান্ত। ফলাফল ০-০।

  • 24 Nov 2022 10:20 PM (IST)

    প্রথমার্ধের খেলা শেষ

    প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ০-০। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও ব্যর্থ রোনাল্ডো। একটি গোল বাতিল তাঁর।

  • 24 Nov 2022 10:18 PM (IST)

    অ্যাডেড টাইম ২ মিনিট

    ৪৫ মিনিটের খেলা শেষ। ২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে।

  • 24 Nov 2022 10:08 PM (IST)

    ৩৫ মিনিট অতিক্রান্ত

    ম্যাচের ৩৫ মিনিট পার। রোনাল্ডো ম্যাচের শুরুতেই দু’বার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন। এরপর গোল বাতিল হয় তাঁর। ম্যাচের ফল ০-০।

  • 24 Nov 2022 10:04 PM (IST)

    ভাগ্য খারাপ রোনাল্ডোর

    ম্যাচের প্রথম নাটকীয় মুহূর্ত। ঘানার জালে বল জড়িয়ে ফেলেছিলেন রোনাল্ডো। কিন্তু রেফারি ফাউল দেওয়ায় গোল বাতিল।

  • 24 Nov 2022 09:46 PM (IST)

    ঝলক দেখালেন রোনাল্ডো

    ম্যাচের ১০ মিনিটেই পর্তুগালের হয়ে গোল করতে পারতেন রোনাল্ডো। ঘানার গোলরক্ষকের দক্ষতায় এ যাত্রায় হতাশ হতে হল সিআর সেভেনকে।

  • 24 Nov 2022 09:31 PM (IST)

    কিক অফ

    শুরু কাতার বিশ্বকাপে গ্রুপ এইচ-এর পর্তুগাল বনাম ঘানা ম্যাচ।

  • 24 Nov 2022 09:30 PM (IST)

    পর্তুগাল নিউজ

    ষষ্ঠ বিশ্বকাপ পর্তুগালের। তার মধ্যে পঞ্চমবারই স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রয়েছে সাতটি গোল। ৪-৩-৩ ফর্মেশনে খেলবে পর্তুগাল।

  • 24 Nov 2022 09:11 PM (IST)

    গা ঘামানোর পর্ব

    লড়াই শুরু আগে গা ঘামানোর পর্ব পর্তুগালের ফুটবলারদের।

  • 24 Nov 2022 08:46 PM (IST)

    ঘানার প্রথম একাদশ

    পর্তুগালের বিরুদ্ধে ঘানার প্রথম একাদশ।

  • 24 Nov 2022 08:44 PM (IST)

    পর্তুগালের প্রথম একাদশ

    ঘানার বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশ।

  • 24 Nov 2022 08:42 PM (IST)

    আজ ম্যাচ ডে

    কেরিয়ারের শেষ বিশ্বকাপের (হয়তো)  শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগাল টিম।

Published On - Nov 24,2022 8:30 PM