উলভ্সের কাছে হার , ফের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া চেলসির

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 16, 2020 | 5:21 PM

মঙ্গলবার প্রিমিয়ার লিগে (Premier League) চেলসিকে (Chelsea) ২-১ গোলে হারাল উলভ্স (Wolves)। হারের পর চেলসির লিগ শীর্ষে যাওয়ার সুযোগ ফের হাতছাড়া।

1 / 5
চেলসির (Chelsea) ফরাসি স্ট্রাইকার অলিভার জিরু (Olivier Giroud) ম্যাচের ৪৯ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন।

চেলসির (Chelsea) ফরাসি স্ট্রাইকার অলিভার জিরু (Olivier Giroud) ম্যাচের ৪৯ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন।

2 / 5
 ৬৬ মিনিটে গোল করে উলভ্সকে (Wolves) সমতায় ফেরান ড্যানিয়েল পডেন্স (Daniel Podence) ।

৬৬ মিনিটে গোল করে উলভ্সকে (Wolves) সমতায় ফেরান ড্যানিয়েল পডেন্স (Daniel Podence) ।

3 / 5
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে জয় এনে দেন পেদ্রো নেটো (Pedro Neto) ।

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে জয় এনে দেন পেদ্রো নেটো (Pedro Neto) ।

4 / 5
জোড়া হারের পর চেলসিকে হারিয়ে অবশেষে ৩ পয়েন্ট পেল উলভ্স ।

জোড়া হারের পর চেলসিকে হারিয়ে অবশেষে ৩ পয়েন্ট পেল উলভ্স ।

5 / 5
জয়ের পর উলভ্স কোচ নুনো সান্তো বলেন, " ম্যাচের দ্বিতীয়ার্ধটা পুরোটাই আমাদের দখলে ছিল।" (ছবি-টুইটার)

জয়ের পর উলভ্স কোচ নুনো সান্তো বলেন, " ম্যাচের দ্বিতীয়ার্ধটা পুরোটাই আমাদের দখলে ছিল।" (ছবি-টুইটার)

Next Photo Gallery