এগিয়ে গিয়েও ড্র লিভারপুলের

Dec 28, 2020 | 12:48 PM

রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ওয়েস্ট ব্রোমের (West Brom) বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ শেষ করল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। পয়েন্ট নষ্ট হলেও লিগ টেবিলের শীর্ষেই রইল য়ুর্গেন ক্লপের দল।

1 / 5
ম্যাচের ১২ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল।

ম্যাচের ১২ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল।

2 / 5
৯০ মিনিট মাঠে থেকেও গোল পাননি সালাহ।

৯০ মিনিট মাঠে থেকেও গোল পাননি সালাহ।

3 / 5
ওয়েস্ট ব্রোমের সেমি অ্যাজাই ম্যাচের ৮২ মিনিটে সমতা ফেরান।

ওয়েস্ট ব্রোমের সেমি অ্যাজাই ম্যাচের ৮২ মিনিটে সমতা ফেরান।

4 / 5
ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ক্লপের দল।

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ক্লপের দল।

5 / 5
 ম্যাচ শেষে ক্লপ বলেন, "ওয়েস্ট ব্রোম ৯০ মিনিটের মধ্যে তাঁদের কাজ করেছে। তাঁরা পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। কারণ আমরা ভাল খেলতে পারিনি।" (সৌজন্যে-টুইটার)

ম্যাচ শেষে ক্লপ বলেন, "ওয়েস্ট ব্রোম ৯০ মিনিটের মধ্যে তাঁদের কাজ করেছে। তাঁরা পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। কারণ আমরা ভাল খেলতে পারিনি।" (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery