বার্সেলোনায় এটাই শেষ মরসুম মেসির !

sushovan mukherjee |

Dec 28, 2020 | 1:26 PM

চলতি মরসুমের শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: বার্সেলোনায় আর কতদিন? মেসিকে নিয়ে আবার শুরু জল্পনা। সংশয়ের জন্ম দিলেন এলএম টেন নিজেই। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে ফের সংশয় প্রকাশ লিওনেল মেসির। স্পেনের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফের বিতর্ক উস্কে দিলেন লিওনেল মেসি।

এই মরশুমেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। জানুয়ারিতেই ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন এলএম টেন। সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সেলোনা আমার জীবন। এই ক্লাব আমার সবকিছু। এই শহর আমার ভালোবাসার জায়গা। আমার সন্তানরা এই শহরেই জন্ম নিয়েছে।’ তবে বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুই খোলসা করতে পারলেন না আর্জেন্তাইন সুপারস্টার। বার্সায় মেসির থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করে হলে নিশ্চুপই থাকেন এলএম টেন। কোনওরকমে ঠোঁট চেপে রাখতে দেখা যায় মেসিকে। আর এতেই মেসির বার্সা ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হল উদ্বেগ।

এই মরশুমটা ভালো যায়নি লিওনেল মেসির। মরশুমের শুরু থেকেই ক্লাবের সঙ্গে মেসির দ্বন্দ্ব সংবাদের শিরোনামে আসে। মাঠেও তার প্রভাব পড়ে। ফোকাস নড়ে যায় এলএম টেনের। মূলত ক্লাব প্রেসিডেন্টের সঙ্গেই তাল ঠোকাঠুকি চলে মেসির। গত অক্টোবরে বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন জোসেপ বার্তোমেউ। ২৪ জানুয়ারি বার্সেলোনার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তারপর মেসি বার্সায় থাকবেন কিনা সেটাও অনিশ্চিত।

আরও পড়ুন:হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেডেরার

তবে মেসিকে পেতে আগ্রহী ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সাঁ জাঁ-র মতো ক্লাবগুলি। শোনা যাচ্ছে, ফের পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে খেলতে দেখা যেতে পারে এলএম টেনকে। আবার অনেকের মতে নেইমারের সঙ্গে মেসির সুসম্পর্ক থাকায় প্যারিস সাঁ জাঁ-তেও খেলতে দেখা যেতে পারে আর্জেন্তাইন সুপারস্টারকে। তবে বার্সেলোনা আর মেসি একে অপরের পরিপূরক। নতুন বছরে কোন ক্লাবে খেলবেন এলএম টেন, তা নিয়ে উৎকণ্ঠায় কাতালুনিয়া ক্লাবের সমর্থকেরা।

TV9 বাংলা ডিজিটাল: বার্সেলোনায় আর কতদিন? মেসিকে নিয়ে আবার শুরু জল্পনা। সংশয়ের জন্ম দিলেন এলএম টেন নিজেই। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে ফের সংশয় প্রকাশ লিওনেল মেসির। স্পেনের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফের বিতর্ক উস্কে দিলেন লিওনেল মেসি।

এই মরশুমেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। জানুয়ারিতেই ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন এলএম টেন। সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সেলোনা আমার জীবন। এই ক্লাব আমার সবকিছু। এই শহর আমার ভালোবাসার জায়গা। আমার সন্তানরা এই শহরেই জন্ম নিয়েছে।’ তবে বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুই খোলসা করতে পারলেন না আর্জেন্তাইন সুপারস্টার। বার্সায় মেসির থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করে হলে নিশ্চুপই থাকেন এলএম টেন। কোনওরকমে ঠোঁট চেপে রাখতে দেখা যায় মেসিকে। আর এতেই মেসির বার্সা ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হল উদ্বেগ।

এই মরশুমটা ভালো যায়নি লিওনেল মেসির। মরশুমের শুরু থেকেই ক্লাবের সঙ্গে মেসির দ্বন্দ্ব সংবাদের শিরোনামে আসে। মাঠেও তার প্রভাব পড়ে। ফোকাস নড়ে যায় এলএম টেনের। মূলত ক্লাব প্রেসিডেন্টের সঙ্গেই তাল ঠোকাঠুকি চলে মেসির। গত অক্টোবরে বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন জোসেপ বার্তোমেউ। ২৪ জানুয়ারি বার্সেলোনার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তারপর মেসি বার্সায় থাকবেন কিনা সেটাও অনিশ্চিত।

আরও পড়ুন:হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেডেরার

তবে মেসিকে পেতে আগ্রহী ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সাঁ জাঁ-র মতো ক্লাবগুলি। শোনা যাচ্ছে, ফের পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে খেলতে দেখা যেতে পারে এলএম টেনকে। আবার অনেকের মতে নেইমারের সঙ্গে মেসির সুসম্পর্ক থাকায় প্যারিস সাঁ জাঁ-তেও খেলতে দেখা যেতে পারে আর্জেন্তাইন সুপারস্টারকে। তবে বার্সেলোনা আর মেসি একে অপরের পরিপূরক। নতুন বছরে কোন ক্লাবে খেলবেন এলএম টেন, তা নিয়ে উৎকণ্ঠায় কাতালুনিয়া ক্লাবের সমর্থকেরা।

Next Article