আইএসএলে ফের হার বেঙ্গালুরু এফ সির

sushovan mukherjee |

Dec 29, 2020 | 12:05 PM

বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি। এটিকে মোহনবাগানের পর জামশেদপুরের কাছেও হারতে হল সুনীল ছেত্রীদের। জামশেদপুরের হয়ে জয়সূচক গোল স্টিফেন ইজের।

1 / 5
আইএসএলে পরপর দু ম্যাচে হার বেঙ্গালুরু এফ সির

আইএসএলে পরপর দু ম্যাচে হার বেঙ্গালুরু এফ সির

2 / 5
এটিকে মোহনবাগানের পর জামশেদপুরের কাছে হারতে হল সুনীল ছেত্রীদের।

এটিকে মোহনবাগানের পর জামশেদপুরের কাছে হারতে হল সুনীল ছেত্রীদের।

3 / 5
৭৯ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন ইজে

৭৯ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন ইজে

4 / 5
দুরন্ত গোলকিপিং করে ম্যাচের সেরা হন জামশেদপুর গোলকিপার রেহনেশ

দুরন্ত গোলকিপিং করে ম্যাচের সেরা হন জামশেদপুর গোলকিপার রেহনেশ

5 / 5
বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল জামশেদপুর

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল জামশেদপুর

Next Photo Gallery