শুক্রবার আমরা ৫ গোলও করতে পারতাম! ডার্বিতে জিতে মন্তব্য প্রীতমের

raktim ghosh |

Feb 20, 2021 | 8:35 PM

প্রীতম জানান," ম্যাচে ১-১ গোলে এসসি ইস্টবেঙ্গল সমতায় ফেরার পরও আমরা ডিফেন্সিভ হয়ে যাইনি। ডেভিড উইলিয়ামসের গোলের পর কোচ বলেনআরও গোলের জন্য ঝাঁপাতে। আমরা সেরকমভাবেই তাই ফুটবল খেলছিলাম। একসময় মনে হয়েছিল ৫ গোলও করতে পারি আমরা!"

শুক্রবার আমরা ৫ গোলও করতে পারতাম! ডার্বিতে জিতে মন্তব্য প্রীতমের
ব্রাইটকে আটকাচ্ছেন প্রীতম। যে দৃশ্য বেশ কয়েকবার দেখা গিয়েছে শুক্রবার ডার্বিতে

Follow Us

রক্তিম ঘোষ ও সুশোভন মুখোপাধ্যায়

 

আ…রে.. প্রীতম প্যায়ারে! বন্দুক মে না তো গোলি মেরে! রাউডি রাঠোর( Rowdy Rathore) ফিল্মের আইটেম সং-টাই বোধ হয় জুতসই এই কপিটার জন্য। প্রীতম কোটালের(Pritam Kotal) প্যাঁচে যেভাবে ব্রাইট বোতলবন্দি হয়েছেন, তাতে বাগান সমর্থখকদের কাছে তো ম্যাচে ১ জন ম্যাচের সেরা নন। রয় কৃষ্ণার (Roy Krishna) পাশাপাশি বাগান সমর্থকদের কাছে অলিখিত ম্যান অব দ্য ম্যাচ তো প্রীতম কোটালও!

বছরের প্রথম ডার্বি জয়ের পরদিন দুপুরে TV9 বাংলায় এক্সক্লুসিভ প্রীতম কোটাল। ২৪ ঘন্টাও হয়নি। এখনই নাকি প্রীতমের দাবি, ডার্বি অতীত। এখন মাথায় ঘুরছে পরের ম্যাচ। সবুজ-মেরুন ডিফেন্সের স্তম্ভের গলায় এই মন্তব্য শুনেই বোঝা যায়, দলের মানসিকতা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

শুক্রবার মান্ডবীর তীরে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) যে দাপট দেখিয়েছিল, তাতে অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করেন, আরও গোলের সংখ্যা বাড়াতে পারতেন রয় কৃষ্ণারা। মাঠের মধ্যেও নাকি হাবাসের ডাগআউটেও নাকি আলোচনা হয়েছিল একই। প্রীতম জানান,” ম্যাচে ১-১ গোলে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal) সমতায় ফেরার পরও আমরা ডিফেন্সিভ হয়ে যাইনি। ডেভিড উইলিয়ামসের গোলের পর কোচ বলেনআরও গোলের জন্য ঝাঁপাতে। আমরা সেরকমভাবেই তাই ফুটবল খেলছিলাম। একসময় মনে হয়েছিল ৫ গোলও করতে পারি আমরা!”

আইএসএলে প্রথম ডার্বি জয়ের পর টিম বাসের শেষ সিটে বসে প্রীতমের গলায় শোনা গিয়েছিল মোহনবাগানের গান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। এবার অবশ্য তেমন কোনও সেলিব্রেশন করেননি প্রীতম। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রীতম জানান,” গানটা আপাতত তোলা থাকল। চ্যাম্পিয়ন হলে গান গেয়ে সেলিব্রেশন করব। আর সেটা সবার আগে শোনাবো TV9 বাংলার দর্শকদের।”

Next Article