sushovan mukherjee |
Mar 17, 2021 | 2:41 PM
৩৪ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার।
৬০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল সর্জিও ব়্যামসের।
গোল করে সতীর্থের সঙ্গে সেলিব্রেশনে রিয়াল অধিনায়ক।
মাদ্রিদের ক্লাবের হয়ে তৃতীয় গোল মার্কো আসেন্সিওর।
দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খুশি কোচ জিনেদিন জিদান।