আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

sushovan mukherjee |

Mar 17, 2021 | 2:41 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে (quarter final) রিয়াল মাদ্রিদ (Real Madrid)। প্রথম লেগে ১-০ জয়ের পর দ্বিতীয় লেগে আটলান্টাকে ৩-১ গোলে হারাল জিদানের দল।

1 / 5
৩৪ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার।

৩৪ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার।

2 / 5
৬০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল সর্জিও ব়্যামসের।

৬০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল সর্জিও ব়্যামসের।

3 / 5
গোল করে সতীর্থের সঙ্গে সেলিব্রেশনে রিয়াল অধিনায়ক।

গোল করে সতীর্থের সঙ্গে সেলিব্রেশনে রিয়াল অধিনায়ক।

4 / 5
মাদ্রিদের ক্লাবের হয়ে তৃতীয় গোল মার্কো আসেন্সিওর।

মাদ্রিদের ক্লাবের হয়ে তৃতীয় গোল মার্কো আসেন্সিওর।

5 / 5
দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খুশি কোচ জিনেদিন জিদান।

দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। খুশি কোচ জিনেদিন জিদান।

Next Photo Gallery