FIFA World Cup 2022: ‘তাজ উঠবে মেসির মাথায়’, ফাইনালের আগে ‘পাল্টি’ ব্রাজিলের রিভাল্ডোর!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 15, 2022 | 2:12 PM

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে ব্রাজিল। সেদেশের কিংবদন্তি ফুটবলার রিভাল্ডোর সমর্থন তাই আর্জেন্টিনার দিকে ঝুঁকে।

FIFA World Cup 2022: তাজ উঠবে মেসির মাথায়, ফাইনালের আগে পাল্টি ব্রাজিলের রিভাল্ডোর!
Image Credit source: Twitter

Follow Us

দোহা: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ব্রাজিলের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালেই। কট্টর ব্রাজিল সমর্থকরা বিশ্বকাপ দেখা ছেড়ে দিয়েছেন সেদিনই। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও কেউ কেউ আবার হতাশা ঝেড়ে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনাকে (Argentina) সমর্থন করছেন। কেউ আবার দলটাকে সমর্থন না করলেও লিওনেল মেসির হাতে কাপ দেখতে চান। হারের ক্ষত নিয়েই রবিবাসরীয় ফাইনালে টিভির পর্দায় চোখ রাখবেন তাঁরা। সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান থেকে অফিস-কাছারি সর্বত্র এখন বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা। সাধারণ সমর্থক থেকে বিশ্বের কিংবদন্তি ফুটবলাররাও চাইছেন, কাপ উঠুক মেসির হাতে। আর্জেন্টিনার জার্সিতে মেসির (Lionel Messi) কেরিয়ারের শেষটা হোক সোনালি ট্রফি জয়ের গরিমা নিয়ে। যাওয়ার আগে মুছে ফেলুন G.O.A.T (গ্রেটেস্ট অব অল টাইম) বিতর্ক।

ব্রাজিল কিংবদন্তি রিভাল্ডোর (Rivaldo) অবস্থাটা এখন সেরকমই। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর রিভাল্ডোকে সেদেশের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ধরা হয়। সে বারই ছিল ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়। নেইমার, রিচার্লিসনদের পায়ে কাতারে হেক্সা জয় দেখার স্বপ্ন পূরণ হয়নি রিভাল্ডোর। আরও চার বছরের অপেক্ষা। নেইমারদের হারের ক্ষত বুকে নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী ও কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন ব্রাজিলিয়ান। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল। তার আগে আর্জেন্টিনা, তথা মেসির উদ্দেশে আবেগী টুইট তাঁর। টুইটের কথাগুলি ব্রাজিল সমর্থকদের একাংশের পছন্দ নাও হতে পারে।

মেসির ছবি দিয়ে ৫০ বছরের রিভাল্ডো ফেরেইরা লিখেছেন, “ফাইনালে ব্রাজিল বা নেইমার নেই। তাই ফাইনালে আমার বাজি আর্জেন্টিনা।” সৌদি আরবের বিরুদ্ধে বিস্ময় হারের পরও আকাশি-সাদা জার্সিধারীরা খেতাব জয়ের মাত্র একধাপ দূরে। কাতারের বিশ্বকাপ জার্নিতে দলটিকে প্রতিমুহূর্তে অনুপ্রাণিত করেছেন মেসি। গোল করছেন এবং করাচ্ছেন। কিংবদন্তিকে পাশে পেয়ে আলভারেজ, রড্রিগোদের মতো তরুণদের বিশ্বকাপ জয়ের চাহিদা বেড়ে গিয়েছে বহুগুণ। মেসির সম্পর্কে লিখেছেন, “লিও মেসি সম্পর্কে বলার মতো কোনও শব্দ আর বাকি নেই। অনেকদিন আগে থেকেই তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ারই যোগ্য। ঈশ্বর সব জানেন এবং রবিবার তাজ উঠবে তোমারই মাথায়। মানুষ হিসেবে এবং যে দক্ষতার সঙ্গে ফুটবল খেলো তাতে এই খেতাবের যোগ্য তুমিই।” বোঝাই যাচ্ছে, রবিবাসরীয় লুসেইলে আর্জেন্টিনার হয়ে রিভাল্ডোর সমর্থন একমাত্র মেসির জন্যই।

Next Article