India vs Lebanon, Sunil Chhetri: ‘আরও পরিশ্রম করতে হবে’, ফাইনাল নিশ্চিত করেই…

Jul 01, 2023 | 11:42 PM

SAFF Football 2023: ফাইনালে ভারতের সামনে কুয়েত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জয়ের পরিস্থিতিতে ছিল ভারতীয় দল। যদিও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয়।

India vs Lebanon, Sunil Chhetri: ‘আরও পরিশ্রম করতে হবে’, ফাইনাল নিশ্চিত করেই…
Image Credit source: twitter

Follow Us

গ্যালারিতে শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের এই ক্রিকেটার চোটের কারণে দীর্ঘসময় খেলার মধ্যে নেই। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল দেখলেন গ্যালারিতে বসে। যদিও বাকি ফুটবলপ্রেমীদের মতোই শেষ মুহূর্ত অবধি উৎকন্ঠায় থাকতে হল শ্রেয়সকে। হতাশ করেননি সুনীল ছেত্রী, গুরপ্রীতরা। স্নায়ুর চাপ সামলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় ভারতের। ম্যাচ শেষে ভারত অধিনায়ক এবং গোলরক্ষক যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ। মাত্র ১৬ দিনের মধ্যে লেবাননের বিরুদ্ধে তৃতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাত গোলশূন্য ড্র হয়েছিল। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চেনা প্রতিপক্ষ হলেও কঠিন লড়াইয়ে পড়তে হল ভারতীয় দলকে। অধিনায়ক সুনীল ছেত্রী ম্যাচ শেষে বলেন, ‘কোনও প্রতিপক্ষই সহজ নয়। ওদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পড়তে হবে এমনটা জানাই ছিল। আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। ১২০ মিনিটের লড়াই শেষে জিতে মাঠ ছাড়তে পারছি। এ বার ফাইনালের জন্য প্রস্তুতি নেব।’

টাইব্রেকারে একটি শট বাঁচিয়ে ভারতকে অ্যাডভান্টেজ দেন অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ম্যাচ শেষে বলেন, ‘এই জয় টিমের সকলের কৃতিত্ব। আমরা ক্লিনশিট বজায় রাখতে পেরেছি। সে কারণেই বলব, টিম গেমে জিতলাম আমরা। টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে রেখে সকলেই গোল করেছে। গত চার পাঁচ সপ্তাহ আমরা যে পরিশ্রম করে চলেছি, তারই ফল এই পারফরম্যান্স।’

ফাইনালে ভারতের সামনে কুয়েত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জয়ের পরিস্থিতিতে ছিল ভারতীয় দল। যদিও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয়। ফাইনালে সেই ভুল করলে ভুগতে হবে। সমস্ত ভুলত্রুটি শুধরে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য সুনীলদের।