AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Football Team: সন্তোষ ট্রফিতে চেতলার চাণক্যতেই ভরসা রাখল আইএফএ

এবছর সরাসরি সন্তোষের মূলপর্বে খেলবে বাংলা। টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই অনুশীলন শুরু করবে বাংলা দল। প্রাথমিক ভাবে ফুটবলারদের ট্রায়ালে ডাকবেন সঞ্জয় সেন। তারপরই বেছে নেবেন চূড়ান্ত দল। শুক্রবারই তিনি আইএফএ-কে জানিয়ে দেবেন ট্রায়ালের দিনক্ষণ।

Bengal Football Team: সন্তোষ ট্রফিতে চেতলার চাণক্যতেই ভরসা রাখল আইএফএ
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 8:44 PM
Share

কলকাতা: চেতলার চাণক্যর হতেই থাকছে সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্ব। এ বছরও বাংলার কোচ নির্বাচিত করছেন সঞ্জয় সেন। আই লিগজয়ী কোচের হাত ধরেই গত বছর ভারতসেরা হয় বাংলা। রবি হাঁসদাদের হাত ধরে বঙ্গ ফুটবলের দীর্ঘ খরা কাটে। ৯ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা ফুটবল দল। চ্যাম্পিয়ন কোচের উপরেই আস্থা রাখল আইএফএ।

বৃহস্পতিবার কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন, সঞ্জয়ের হাতেই থাকছে বাংলার দায়িত্ব। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি ও সহ সচিব রাকেশ ঝাঁও উপস্থিত ছিলেন সেই সভায়।

এবছর সরাসরি সন্তোষের মূলপর্বে খেলবে বাংলা। টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই অনুশীলন শুরু করবে বাংলা দল। প্রাথমিক ভাবে ফুটবলারদের ট্রায়ালে ডাকবেন সঞ্জয় সেন। তারপরই বেছে নেবেন চূড়ান্ত দল। শুক্রবারই তিনি আইএফএ-কে জানিয়ে দেবেন ট্রায়ালের দিনক্ষণ। ৫ জানুয়ারি থেকে শুরু হবে মূলপর্বের খেলা। গত বছর সন্তোষজয়ীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য সরকার। এবছর সন্তোষ খেলার জন্য ফুটবলারদের আগ্রহ যে বেশ কয়েকগুণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন TV9 বাংলাকে বললেন, ‘ট্রফি ধরে রাখা সবচেয়ে কঠিন।আমাদের জীবনটাই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলে। এটাও একটা চ্যালেঞ্জ। এবারে ফুটবলারদের সংখ্যাও বাড়বে। তাই ট্রায়ালে দেখে বেছে নিতে হবে। সরাসরি মূলপর্বে খেলব আমরা। অন্যান্য দলগুলো কোয়ালিফিকেশন রাউন্ড খেলে আসবে। ফলে তারা অনেকটা এগিয়ে থাকবে যেহেতু ম্যাচের মধ্যে থাকবে। বাকি দলগুলোর খেলার দিকেও নজর রাখতে হবে। গত বছর সন্তোষে কোচিং করানোয় একটা স্পষ্ট ধারণা তো হয়েছে।’