ISL 2021-22: কেরালার বিরুদ্ধে জয়ের খোঁজে লাল-হলুদ

কোচ মারিও রিভেরা হীরার প্রশংসা করে বলেন, 'এ মরসুমে ও দুরন্ত পারফর্ম করছে। তবে এখনও এই সময়টা ওর শেখার। প্রত্যেক দিন ওর শেখার সময়। আমরাও যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি কি ভাবে ওর পারফরম্যান্সে আরও উন্নতি আনা যায়।'

ISL 2021-22: কেরালার বিরুদ্ধে জয়ের খোঁজে লাল-হলুদ
এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 9:00 PM

ভাস্কো: এফসি গোয়া ম্যাচই প্রথম আর এখনও পর্যন্ত ওটাই শেষ। চলতি আইএসএলে (ISL) এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) একমাত্র জয়। এরপর আর কোনও ম্যাচ জেতেনি লাল-হলুদ। হায়দরাবাদ এফসির কাছে ০-৪ গোলে পর্যুদস্ত হওয়ার পর ডার্বিতে ১-৩ গোলে হার। চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করলেও ওড়িশা এফসির কাছে ফের ১-২ গোলে হারে লাল-হলুদ। সোমবার এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ১৬ ম্যাচে লাল-হলুদের ঝুলিতে ১০ পয়েন্ট। এই আইএসএল থেকে আর কিছু পাওয়ার নেই। বাকি ৪টে ম্যাচ থেকে কিছু পয়েন্ট অর্জন করাই এখন লক্ষ্য। লিগ টেবিলের ১০ নম্বরে থাকা দলের কাছ থেকে আর বিশেষ প্রত্যাশাও করছেন না সমর্থকরা। সোমবার এসসি ইস্টবেঙ্গলকে হারালে বরং প্রথম চারের জায়গা অনেকটা মজবুত হবে কেরালা ব্লাস্টার্সের।

এই দলে একমাত্র উজ্জ্বল মুখ হীরা মণ্ডল। চলতি আইএসএলে তাঁর নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ সবাই। এরই মধ্যে বেশ কয়েকটা ক্লাবের অফার চলে এসেছে হীরার কাছে। বাকি ৪টে ম্যাচে ভালো পারফর্ম করে নিজের দর আরও বাড়াতে চান হীরাও। কোচ মারিও রিভেরা হীরার প্রশংসা করে বলেন, ‘এ মরসুমে ও দুরন্ত পারফর্ম করছে। তবে এখনও এই সময়টা ওর শেখার। প্রত্যেক দিন ওর শেখার সময়। আমরাও যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি কি ভাবে ওর পারফরম্যান্সে আরও উন্নতি আনা যায়।’

কেরালা ব্লাস্টার্স সম্পর্কে মারিও বলেন, ‘ওরা খুব ব্যালান্সড দল। ওদের আক্রমণ আর রক্ষণে একটা ভারসাম্য রয়েছে। সোমবারের ম্যাচে ওদের কয়েকজন ফুটবলার খেলবে না। তবুও ওদের দল অনেক শক্তিশালী।’ দল ১০ নম্বরে থাকলেও মারিওর যুক্তি, ‘লিগ টেবিলের উপরের দিকে থাকা দলও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এখন খেলতে ভয় পাবে। কারণ আমাদের হারানো বেশ কঠিন। আমরা পরের ম্যাচ জিততে মুখিয়ে আছি।’

সোমবারের ম্যাচে জ্যাকিচাঁদ সিংকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ মারিও। প্রতি ম্যাচেই রক্ষণের ভুলে দলকে ডুবতে হচ্ছে। একই সঙ্গে আক্রমণভাগের ফুটবলারদের গোল মিসও দলকে ভোগাচ্ছে।

আরও পড়ুন: ISL 2021-22: শীর্ষে শেষ করাই প্রধান লক্ষ্য এটিকে মোহনবাগানের