ইউরো কাপ ২০২০ঃ নজরে স্টেডিয়াম

raktim ghosh | Edited By: sushovan mukherjee

May 30, 2021 | 11:57 AM

আজ থেকে Tv9 বাংলা শুরু করছে ইউরো কাপ নিয়ে প্রিভিউ।১১টি দেশের ১১টি স্টেডিয়ামে হবে ইউরো কাপ। প্রথমেই আমরা নজর রাখব স্টেডিয়ামগুলির দিকে।

ইউরো কাপ ২০২০ঃ নজরে স্টেডিয়াম
১১টি দেশের ১১টি স্টেডিয়ামে হবে ইউরো কাপের ম্যাচ। স্টেডিয়ামগুলি নিয়ে তথ্য এই পর্বে

Follow Us

নিয়ঁঃ মাঝে আর দু সপ্তাহ। তারপরেই শুরু হবে ইউরো কাপ। গত বছর করোনা অতিমারীতে পিছিয়ে যায় ইউরো কাপ। ইউরোপ সেরা ফুটবল টুর্নামেন্ট অবশেষে শুরু হবে ১২ই জুন। যা নিয়ে ফুটবলমহলে আগ্রহ তুঙ্গে। করোনা অতিমারিতে এবার শুধু একটি দেশ আয়োজক নয়। মোট ১১টি দেশ এবার ইউরো কাপ আয়োজনে। ১১টি দেশের ১১টি স্টেডিয়ামে হবে ইউরো কাপ। যা সাম্প্রতিক অতীতে বিরল। আজ থেকে Tv9 বাংলা শুরু করছে ইউরো কাপ নিয়ে প্রিভিউ। প্রথমেই আমরা নজর রাখব স্টেডিয়ামগুলির দিকে।

 

১.  ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

 

ওয়েম্বলিতে হবে ইউরো কাপের ফাইনাল

 

  •   ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম
  •  ৩ বার অলিম্পিক হয়ে এই স্টেডিয়ামে। ১৯০৮, ১৯৪৮ ও ২০১২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে অলিম্পিক আয়োজন হয়   এই  স্টেডিয়ামে
  •  ইউরো কাপের মোট ৮টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল ও ১টি ফাইনাল। এছাড়াও রয়েছে গ্রুপ লিগের ৩টি ম্য়াচ। প্রোকায়ার্টার ফাইনালের ২টি ম্যাচ।

 

২.  স্টেডিও অলিম্পিকো, রোম

 

অনেক ইতিহাসের সাক্ষী স্টেডিও অলিম্পিকো

 

  •      ১৯৫৩ সালে নতুন করে তৈরি হয় স্টেডিয়াম।
  •      চারবার ইউরোপিয়ান কাপের ফাইনাল হয়েছে এই স্টেডিয়ামে। ১৯৬০ সালে অলিম্পিক আয়োজন হয়ে এখানে।               ১৯৬৮ ইউরো কাপ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল হয়েছে এই স্টেডিয়ামে। ইতালির বহু ম্যাচ আয়োজন হয়েছে এই           স্টেডিয়ামে।
  •      টুর্নামেন্টের ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে একটি কোয়ার্টার ফাইনাল। ৩টি গ্রুপ পর্বের ম্যাচ                 রয়েছে।

 

৩. এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ

 

ইউরোর অপেক্ষায় এলিয়াঞ্জ এরিনা

  • ২০০৫ সালে তৈরি হয় স্টেডিয়াম।
  • ২০০৬ সালে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হয় এই স্টেডিয়ামে। আকাশ পরিষ্কার থাকলে আল্পস পর্বত থেকে দেখা যায় এই স্টেডিয়াম।
  • ইউরো কাপের মোট ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে ১টি কোয়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ লিগের ম্যাচ।

 

৪. জোহান ক্রুয়েফ এরিনা, আমস্টারডাম

 

ডাচ কিংবদন্তী সম্মানে নামাঙ্কিত এই স্টেডিয়াম

  • ১৯৯৬ সালে তৈরি হয় এই স্টেডিয়াম। ৩বছর ধরে বানানো হয় এই স্টেডিয়াম।
  • নেদারল্যান্ডসের ফুটবল কিংবদন্তী ক্রুয়েফের নামে নামকরণ এই স্টেডিয়ামের। ২০১৮ সালে ক্রুয়েফের নামে নামকরণ হয়।
  • ইউরো কাপের ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েচে ১টি প্রিয়োকায়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।

 

৫. পুসকাস এরিনা, বুদাপেস্ট

 

কিংবদন্তী পুসকাসের নামাঙ্কিত এই স্টেডিয়াম

  •   সবচেয়ে নতুন স্টেডিয়াম। ২০১৯ সালে উদ্বোধন হয় পুসকাস অ্যারেনার। হাঙ্গেরি বনাম উরুগুয়ের প্রদর্শনী ম্যাচ দিয়ে উদ্বোধন হয়।
  • হাঙ্গেরি ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামে নামকরণ হয় এই স্টেডিয়ামের।
  •  ইউরো কাপের মোট ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।যার মধ্যে রয়েছে ১টি প্রিকোয়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।

 

৬. ক্রেস্তোভস্কি এরিনা,সেন্ট পিটার্সবার্গ

 

ফের ফুটবলের বড় আসর রাশিয়ার এই স্টেডিয়ামে

  •   ২০১৭ সালে উদ্বোধন হয় এই ক্রেস্তোভস্কি অ্যারেনা। এফসি জেনিথ সেন্ট পিটার্সবার্গ ক্লাবের হোম গ্রাউন্ড।
  •  স্টেডিয়ামের নকশা করেছিলেন একজন জাপানি বাস্তুকার। ২০১৮ বিশ্বকাপের মোট ৭টি ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে।
  •  ইউরো কাপের মোট ৭টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে ১টি কোয়ার্টার ফাইনাল ও ৬টি গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে।

 

৭. অলিম্পিক স্টেডিয়াম, বাকু

 

অপেক্ষায় অলিম্পিক স্টেডিয়াম

 

 

  •  ২০১৫ সালে আজের্বাইজানের রাজধানী বাকুতে উদ্বোধন হয় এই স্টেডিয়াম।
  • ২০১৯ সালের ইউরোপা লিগের ফাইনাল হয়।
  • ইউরো কাপের ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।১টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ হবে এই স্টেডিয়ামে।

 

৮. লা কার্টুয়া, সেভিয়া

 

 

সেভিয়ার এই স্টেডিয়ামেই হয় কোপা ডেল রে-র ফাইনাল

  • ১৯৯৯ সালে খুলে যায় লা কার্টুয়ার দরজা
  • ১৯৯৯ সালে এখানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। কোপা ডেল রে-র ফাইনাল থেকে ডেভিস কাপ ফাইনাল-সব কিছুর সাক্ষী থেকেছে লা কার্টুয়া স্টেডিয়াম।
  • ইউরো কাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। ১টি প্রিকোয়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।

 

৯.হ্যাম্পডেন পার্ক, গ্লাসগো

 

গ্লাসগোর এই মাঠে অনুশীলন করে রেঞ্জার্স ও সেলটিক

  • ১৯০৩ সালে তৈরি হয় এই স্টেডিয়াম। ফের একবার সংস্কার হয় ১৯৯৯ সালে।
  • একসসময় প্রায় সোয়া এক লাখ দর্শক ম্যাচ দেখতে মাঠ ভরাতো। স্কটিশ ফুটবলের দুই নামী ক্লাব সেলটিক ও রেঞ্জার্স নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে এই স্টেডিয়াম।
  • ইউরো কাপের ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। ১টি প্রিকোয়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।

 

১০. পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন

 

ডেনমার্ক জাতীয় দলের হোম গ্রাউন্ড এই পার্কেন স্টেডিয়াম

  • ১৯৯২ সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের। মাঝে দুবার সংস্কার হয়েছিল।
  • ডেনমার্কের জাতীয় ফুটবল দলের এটাই মূল স্টেডিয়াম। এছাড়াও এফসি কোপেনহেগেনের হোম গ্রাউন্ড।৬ বছর আগে এখানে উয়েফা কাপ ফাইনালও হয়েছে।
  • মোট ৪টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে ১টি প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।

 

১১. এরিনা ন্যাশানাল, বুখারেস্ট

 

রোমানিয়ার রাজধানির এই স্টেডিয়ামে হবে ৪টি ম্যাচ

  • পুরনো স্টেডিয়াম ভেঙে রোমানুয়ার রাজধানী বুখারেস্টে নতুন করে তৈরি হয় স্টেডিয়াম। সাল ২০১১।
  • ২০১২ সালে ইউরোপা লিগের ফাইনাল হয় এখানে। মাইকেল জ্যাকসন থেকে মেটালিকা এই স্টেডিয়ামে কনসার্ট করে গিয়েছেন।
  • ইউরো কাপের মোট ৪টি ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে ১টি প্রিকোয়ার্টার ফাইনাল ও ৩টি গ্রুপ পর্বের ম্যাচ।
Next Article