রোনাল্ডোর ঐতিহাসিক ম্যাচে ইতিহাস স্টিফেনি-র

raktim ghosh |

Dec 03, 2020 | 4:32 PM

TV9বাংলা ডিজিটাল: কেরিয়ারে ৭৫০ গোল রোনাল্ডোর। গড়লেন ইতিহাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA CHAMPIONS LEAGUE) সেই ম্যাচেই হল আরও এক ইতিহাস। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনা করলেন এক মহিলা রেফারি(WOMAN REFERRE)। নাম স্টিফেনি ফ্রাঁপা (Stéphanie Frappart)। রোনাল্ডোর (CRISTIANO RONALDO) পর এই ম্যাচে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় এখন বিশ্বফুটবলে।   ফরাসি স্টিফেনি, জুভেন্তাস(JUVENTUS) বনাম […]

রোনাল্ডোর ঐতিহাসিক ম্যাচে ইতিহাস স্টিফেনি-র
রোনাল্ডোদের ম্যাচে ইতিহাস গড়লেন স্টিফেনি ছবিঃ উয়েফা

Follow Us

TV9বাংলা ডিজিটাল: কেরিয়ারে ৭৫০ গোল রোনাল্ডোর। গড়লেন ইতিহাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA CHAMPIONS LEAGUE) সেই ম্যাচেই হল আরও এক ইতিহাস। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনা করলেন এক মহিলা রেফারি(WOMAN REFERRE)। নাম স্টিফেনি ফ্রাঁপা (Stéphanie Frappart)। রোনাল্ডোর (CRISTIANO RONALDO) পর এই ম্যাচে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় এখন বিশ্বফুটবলে।

 

ফরাসি স্টিফেনি, জুভেন্তাস(JUVENTUS) বনাম ডায়নামো কিয়েভের ম্যাচে এদিন বাঁশি মুখে ম্যাচ পরিচালনায়। যা দেখে বিশ্বফুটবলের অনেকেই অবাক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা রেফারিপরিচালনা করলেন পুরুষদের ফুটবল ম্যাচ ! মাত্র ৩৬ বছর বয়সেই বুধবার রাতে রোনাল্ডোদের ম্যাচ সুষ্ঠভাবে সামলালেন স্টিফেনি।

 

 

২০০৯ সালে প্রথমবার ফিফা রেফারি স্বীকৃতি পান। তারপর ২০১৪ সাল থেকে ফরাসি ঘরোয়া টুর্নামেন্ট লিগ টু ও পরে লিগ ওয়ান ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছিলেন এই ৩৬ বছর বয়সী রেফারি। সেখানেও প্রথম মহিলা রেফারি হিসেবে লিগ ওয়ানের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি।  তবে স্টিফেনি এই যে প্রথমবার পুরুষদের ম্যাচ পরিচালনা করলেন এত বড় মঞ্চে, এমন নয়।

ম্যাচ পরিচালনা দায়িত্বে স্টিফেনি। ছবিঃ উয়েফা

গত বছরই ইস্তানবুলে উয়েফা সুপারকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছিলেন স্টিফেনি ফ্রাঁপা। যেই ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও চেলসি। সেই ম্যাচে খেলেছিলেন সাদিও মানের মত ফুটবলারও।

 

আর এবার একেবারে রোনাল্ডোদের ম্যাচ পরিচালনার দায়িত্ব। ম্যাচে রোনাল্ডোর জুভেন্তাস ৩-০ গোলে হারায় ডায়নামো কিয়েভকে। আর বাঁশি মুখে দুরন্ত ম্যাচ পরিচালনা করে ফুটবলভক্তদের মন জিতে নিলেন ফ্রাঁপা।

 

স্টিফানির ম্যাচ পরিচালনা দেখেে গর্বিত বাংলার ফিফা রেফারি মনিকা জানা। মনিকার দাবি, ‘ স্টিফানিকে দেখে আরও উৎসাহী হচ্ছি আমরা। পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনা করার জন্য মহিলা রেফারি যে কোনও অংশেই কম যান না, তা প্রমাণ করেছেন স্টিফানি। এই বাংলাতেও তেমন হোক, আমরা চাই।’

 

 

 

 

Next Article