Christoph Kramer: বিশ্বকাপ জিতেও জয়ের স্মৃতি নেই জার্মান ফুটবলারের!

কাতার বিশ্বকাপের আগে শেষ ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সে বার জার্মানির কাছে হারতে হয়েছিল লা আলবিসেলেস্তেদের।

Christoph Kramer: বিশ্বকাপ জিতেও জয়ের স্মৃতি নেই জার্মান ফুটবলারের!
বিশ্বকাপ জিতেও জয়ের স্মৃতি নেই জার্মান ফুটবলারের!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 7:00 AM

দোহা: বিশ্বকাপ (FIFA World Cup) জিতেছেন কিন্তু মনে নেই? হ্যাঁ বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনার নজিরও রয়েছে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে লড়াই হয়েছিল জার্মানি (Germany) ও আর্জেন্টিনার। ১-০ ব্যাবধানে আর্জেন্টিনাকে (Argentina) পরাজিত করে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল জার্মানি। ফাইনাল ম্যাচে মাঠেই ছিলেন জার্মান ফুটবলার ক্রিস্টোফ ক্র্যামার। তবুও বিশ্বকাপের কোনও স্মৃতিই নেই তাঁর। কিন্তু কেন? তুলে ধরল TV9 Bangla

কাতার বিশ্বকাপের আগে শেষ ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সে বার জার্মানির কাছে হারতে হয়েছিল লা আলবিসেলেস্তেদের। এ বার কাতারে ফ্রান্সকে মেগা ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। এ তো গেল এ বারের বিশ্বকাপের কথা। ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টোফ ক্র্যামার। ম্যাচ চলাকালীন আর্জেনটাইন ডিফেন্ডার ইজাকুয়েল গ্যারের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। মাথায় চোট পান তিনি। হঠাৎই কিছুক্ষণ পর রেফারি রিজোলিকে তিনি জিজ্ঞেস করতে থাকেন এটা ফাইনাল ম্যাচ চলছে কিনা। রেফারি প্রথমে ভেবেছিলেন ঠাট্টা করছেন ক্র্যামার। কিন্তু একই প্রশ্ন ফের জিজ্ঞেস করায় সন্দেহ হয় রেফারির। আর দেরি না করেই তিনি সহকারী রেফারি বাস্তিন সোয়ানস্টাইগারকে পুরো বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেওয়া হয় ক্র্যামারকে।

ম্যাচের পর জানা যায় সংঘর্ষের সময় মাথায় জোরে আঘাত লাগার কারণে কনকাশন হয়েছিল তাঁর। কিছুক্ষণের জন্য সব ভুলে গিয়েছিলেন ক্র্যামার। তাই বিশ্বকাপ জিতেও ওই মুহূর্তে জয়ের স্বাদ উপভোগ করতে পারেননি জার্মান তারকা। প্রায় সব ফুটবলারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপের ময়দানে খেলার। আর জেতার আনন্দ বা উন্মাদনা যে কেমন হতে পারে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু বিশ্বকাপ জিতেও সেই মুহূর্তে তা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তাঁর। জীবনের এই বিশেষ মুহূর্তকে উপভোগ না করতে পারার কষ্ট বোধ হয়তো সারাজীবন থেকে যাবে ক্র্যামারের।