আই লিগের দ্রুততম গোল তুরসনভের

sushovan mukherjee |

Jan 10, 2021 | 5:11 PM

আই লিগের ইতিহাসে দ্রুততম গোল করার নজির গড়লেন কোমরন তুরসনভ। রবিববার মোহনবাগান মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করেন তাজিকিস্তানের ফুটবলার। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কাতসুমি ইউসা। নেরোকার হয়ে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। অবশ্য ময়দানে একটা সময় বহু আলোচিত ছিল বড় ম্যাচে ১৬ সেকেন্ডে করা আকবরের গোল।

1 / 5
আই লিগের ইতিহাসে দ্রুততম গোল কোমরন তুরসনভের।

আই লিগের ইতিহাসে দ্রুততম গোল কোমরন তুরসনভের।

2 / 5
মোহনবাগান মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ৯ সেকেন্ডে গোল করে নজির গড়েন তুরসনভ।

মোহনবাগান মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ৯ সেকেন্ডে গোল করে নজির গড়েন তুরসনভ।

3 / 5
এতদিন আই লিগে দ্রুততম গোলের মালিক ছিলেন কাতসুমি।২০১৮-১৯ মরসুমে নেরোকার হয়ে মাত্র ১৩ সেকেন্ড গোল করেছিলেন কাতসুমি। ছবি-আইএসএল।

এতদিন আই লিগে দ্রুততম গোলের মালিক ছিলেন কাতসুমি।২০১৮-১৯ মরসুমে নেরোকার হয়ে মাত্র ১৩ সেকেন্ড গোল করেছিলেন কাতসুমি। ছবি-আইএসএল।

4 / 5
আই লিগে পুণে এফ সির হয়ে ১৪ সেকেন্ডে গোল রয়েছে জেমস মোগার।

আই লিগে পুণে এফ সির হয়ে ১৪ সেকেন্ডে গোল রয়েছে জেমস মোগার।

5 / 5
আই লিগে তুরসনভের দ্রুততম গোল সত্বেও জিততে ব্যর্থ তার দল ট্রাউ। রিয়াল কাশ্মীরকে সমতায় ফেরান ম্যাসন রবার্টসন।ছবি-আই লিগ।

আই লিগে তুরসনভের দ্রুততম গোল সত্বেও জিততে ব্যর্থ তার দল ট্রাউ। রিয়াল কাশ্মীরকে সমতায় ফেরান ম্যাসন রবার্টসন।ছবি-আই লিগ।

Next Photo Gallery