USA vs WAL Match Report: রাষ্ট্রপতির ছেলের গোলেও জয় পেল না আমেরিকা
FIFA World Cup Match Report, USA vs WALES : সালটা ২০১৭। ভারতের মাটিতে বসেছিল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন আমেরিকার প্লেয়ার টিমোথি উইয়া। ম্যাচটি হয়েছিল নয়াদিল্লিতে। সেই কিশোরই কাতার বিশ্বকাপে খেলছেন আমেরিকার জার্সিতে। দলকে এগিয়ে দেন টিমোথিই।
আর রায়ান : ওয়েস্ট আফ্রিকার একটি দেশ লাইবেরিয়া। জনসংখ্যা ৬০ লাখের মতো। সে দেশের রাষ্ট্রপতি জর্জ উইয়া। প্রাক্তন ফুটবলার। মোনাকো, পিএসজি, চেলসি, ম্যান সিটির মতো ক্লাবেও খেলেছেন। ক্লাব কেরিয়ারে ৪০০’র উপর ম্যাচ। প্রায় ২০০ গোল। লাইবেরিয়ার হয়ে ৭৫ ম্যাচে ১৮ গোল। ১৯৯৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। প্রাক্তন এই স্ট্রাইকার ২০১৮ সালে আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাষ্ট্রপতি হন। নিশ্চয়ই ভাবছেন, আমেরিকা বনাম ওয়েলস (USA vs Wales) ম্যাচে হঠাৎ কেন জর্জ উইয়া প্রসঙ্গ উঠে আসছে! কারণ, তাঁর ছেলের নাম টিমোথি উইয়া। জন্ম আমেরিকার ব্রুকলিনে। বিশ্বকাপে (Qatar World Cup 2022) খেলছেন আমেরিকার জার্সিতেই। ক্লাব ফুটবলে খেলেন প্যারিসের প্রথম ডিভিশনে (লিগ ১) লিলির হয়ে। বাকি তথ্য বিস্তারিত তুলে ধরল TV9Bangla।
Like father, like son ?#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/uadEwvK2NP
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
সালটা ২০১৭। ভারতের মাটিতে বসেছিল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন আমেরিকার প্লেয়ার টিমোথি উইয়া। ম্যাচটি হয়েছিল নয়াদিল্লিতে। সেই কিশোরই কাতার বিশ্বকাপে খেলছেন আমেরিকার জার্সিতে। ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে আমেরিকাকে এগিয়ে দেন টিমোথি। লাইবেরিয়ার রাষ্ট্রপতির ছেলে। ম্যাচের বয়স তখন ৩৬ মিনিট। বল পজেশনে অনেক এগিয়ে আমেরিকা। ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল অনবদ্য খেলছেন। কিন্তু শরীরী ফুটবল খেলা আমেরিকার সঙ্গে পেরে উঠছিল না ওয়েলস। গ্যারেথ বেলরা বড় ধাক্কা খেলেন ৩৬ মিনিটেই। সার্জেন্ট এবং পুলিসিচের যৌথ উদ্যোগে গোলের মুভ তৈরি করল আমেরিকা। পুলিসিচের পাস ধরে গোল টিমোথি উইয়ার। ১-০ এগিয়ে বিরতিতে যায় আমেরিকা।
আমেরিকা ১ (টিমোথি উইয়া)
ওয়েলস ১ (গ্যারেথ বেল-পেনাল্টি)
ওয়েলস শিবিরে তারকার অভাব নেই। গ্যারেথ বেল, অ্যারন ব়্যামসে অতি পরিচিত নাম। যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য় পারফরম্যান্স। তারই পুরস্কার কাতার বিশ্বকাপে খেলার সুযোগ। ১৯৫৮’র পর দ্বিতীয় বার বিশ্বকাপে ওয়েলস। কাতার অভিযানের শুরুটা ভালো হল না। গ্যালারিতে মজার একটা ছবি ধরা পড়ল। ওয়েলস দলে রয়েছেন তরুণ ফুটবলার নিকো উইলিয়ামস। একটি ব্যানার চোখে পড়ল, যাতে লেখা-ব্রাজিলের ছিল জিকো, আমাদের রয়েছে নিকো। মাঝমাঠে দাপিয়ে খেললেন নিকো। যদিও গোলের সুযোগ তৈরি হচ্ছিল না ওয়েলসের। ৬৪ মিনিটে অনবদ্য একটা সুযোগ তৈরি করে ওয়েলস। বেন ডেভিসের গোলমুখী হেডার অনবদ্য দক্ষতায় বাঁচান আমেরিকার গোলরক্ষক ম্যাট টার্নার। কিন্তু ৮২ মিনিটে লিড হারাল আমেরিকা। পেনাল্টি থেকে গোল শোধ করেন গ্যারেথ বেল। টিমোথির গোল, টার্নারের অনবদ্য একটা সেভ, সবই বৃথা গেল আমেরিকার। গ্যারেথ বেলের পেনাল্টি গোলের সৌজন্যে হার বাঁচাল ওয়েলস।