AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: বিশ্বকাপের সেমি ফাইনালে কোন ক্লাবের বেশি প্লেয়ার দেখবেন?

চারটি দলের বিভিন্ন খেলোয়াড় বেশ নামী-দামি ক্লাবের হয়ে খেলেন। জার্মানি গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে। তবু কাতার বিশ্বকাপের শেষ চারের মঞ্চে জার্মান ক্লাব বার্য়ান মিউনিকের ৬ ফুটবলারকে দেখা যাবে। তার মধ্যে চারজনই খেলবেন ফ্রান্সের হয়ে। ক্রোয়েশিয়া ও মরক্কো টিমে থাকবেন একজন করে বায়ার্নের ফুটবলার।

FIFA World Cup 2022: বিশ্বকাপের সেমি ফাইনালে কোন ক্লাবের বেশি প্লেয়ার দেখবেন?
বিশ্বকাপের সেমি ফাইনালে কোন ক্লাবের বেশি প্লেয়ার দেখবেন?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 10:00 AM
Share

কলকাতা: কাতার বিশ্বকাপ(FIFA World Cup 2022) এ বার অন্তিম পর্যায়ে। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। টানটান উত্তেজনা নিয়ে শুরু হবে এ বারের বিশ্বকাপের শেষ চারের লড়াই। কাকে পিছনে ফেলে কোন টিম উঠে পড়বে বিশ্বকাপের ফাইনালে? কোন দল ওই বিশ্বকাপের ট্রফিটি হাতে তুলে নেবে, সময় বলে দেবে। এই বিশ্বকাপ লিওনেল মেসির(Lionel Messi) শেষ বিশ্বকাপ। সব মেসি সমর্থকরা বিশ্বকাপটা মেসির হাতে অন্তত একবার দেখতে চায়। আর্জেন্টিনা,ফ্রান্স(France),ক্রোয়েশিয়া, মরক্কো এই চারটি দল সেমিফাইনালের লড়াইয়ে নামবে।

চারটি দলের বিভিন্ন খেলোয়াড় বেশ নামী-দামি ক্লাবের হয়ে খেলেন। জার্মানি গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে। তবু কাতার বিশ্বকাপের শেষ চারের মঞ্চে জার্মান ক্লাব বার্য়ান মিউনিকের ৬ ফুটবলারকে দেখা যাবে। তার মধ্যে চারজনই খেলবেন ফ্রান্সের হয়ে। ক্রোয়েশিয়া ও মরক্কো টিমে থাকবেন একজন করে বায়ার্নের ফুটবলার। এ ছাড়াও স্পেনের আতলেটিকো মাদ্রিদ এবং সেভিয়ার প্লেয়াররাও থাকবেন। এই দুই ক্লাবের ৫জন করে খেলোয়াড় রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আতলেতিতে খেলা তিন ফুটবলার খেলবেন আর্জেন্টিনার হয়ে। একজন ফ্রান্স ও ক্রোয়েশিয়ায়। সেভিয়ায় খেলা তিনজন খেলবেন আর্জেন্টিনার হয়ে, মরক্কোর হয়ে দু’জন। এই দলের খেলোয়াড়রা ক্লাবের হয়ে বেশ ভালো খেলেছেন। বিশ্বকাপের মঞ্চে তাঁরা ভালোই ছাপ ফেলেছেন। এ বারের বিশ্বকাপে আর্কষনীয় প্লেয়ার মরক্কোর গোল রক্ষক বোনো। কানাডার বিরুদ্ধে মাত্র একটি গোল খেয়েছেন। বাকি চারটি ম্য়াচে মরক্কোর এই গোলরক্ষককে টপকাতে পারেননি বিপক্ষের কোনও স্ট্রাইকারই। গোল্ডেন গ্লাভসের দৌড়ে শীর্ষে রয়েছে বোনো।

ক্লাব টিমের কোন ফুটবলার খেলবেন বিশ্বকাপের সেমিফাইনালে?

বার্য়ান মিউনিক কিংসলে কোম্য়ান (ফ্রান্স) বেঞ্জামিন পাওয়ার্ড(ফ্রান্স) ডায়ৎ উপামেকানো (ফ্রান্স) লুকাস হার্নান্ডেজ (ফ্রান্স) জসিপ স্তানিসিচ (ক্রোয়েশিয়া) নৌসৈর মাজরাউই (মরক্কো)

আতলেতিকো মাদ্রিদ আ্য়াঞ্জেল কোরেয়া (আর্জেন্টিনা) নাহুয়েল মোলিনা (আর্জেন্টিনা) রডরিগো ডি পল (আর্জেন্টিনা ) আন্তোনি গ্রিজম্য়ান (ফ্রান্স) ইবো গ্রাবিচ (ক্রোয়েশিয়া)

সেভিয়া বোনো (মরক্কো) ইউসেফ এন-নাসেরি (মরক্কো) গঞ্জালো মন্টিয়েল (আর্জেন্টিনা) মার্কোস আকুনা (আর্জেন্টিনা) পাপু গোমেজ (আর্জেন্টিনা)