FIFA World Cup 2022: আজ কেন ‘ফাইনাল’ খেলতে নামতে হবে মেসিদের? কাতার বিশ্বকাপে টিকে থাকার অঙ্ক কী কী?

আর্জেন্টিনা বনাম মেক্সিকো বরাবরই উত্তেজক লড়াই। বিশ্বকাপ, ফুটবল, আর্জেন্টিনা, দুই দেশের সমর্থক--- কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ? অনেকগুলো কারণ উঠে আসবে। তাই তুলে ধরল TV9 Bangla।

FIFA World Cup 2022: আজ কেন 'ফাইনাল' খেলতে নামতে হবে মেসিদের? কাতার বিশ্বকাপে টিকে থাকার অঙ্ক কী কী?
আজ কেন 'ফাইনাল' খেলতে নামতে হবে মেসিদের? কাতার বিশ্বকাপে টিকে থাকার অঙ্ক কী কী?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 3:53 PM

কলকাতা: ভায়াস দোন্দে ভায়াস…! বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, যেখানেই যাও কেন, তোমার সঙ্গে আছি! রুসারকিংয়ের এই গান এখন বাজছে সাউন্ড সিস্টেমে, মোবাইলে মোবাইলে। এই গান শুনলেই এখন গলা মেলাচ্ছেন নীল-সাদা সমর্থকরা। শনিবার রাতে তাঁরা যে আরও একবার এই গানেই বুঁদ হবেন, সন্দেহ নেই। লিওনেল স্কালোনির টিমের মতোই মরিয়া হবেন আর্জেন্টিনার সমর্থকরা। হবেন নাই বা কেন? কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে তাতা মার্তিনোর মেক্সিকোকে (Mexico) হারাতেই হবে। তা কি পারবেন মেসিরা (Lionel Messi)? শনিবার রাতের এই ম্যাচ ‘ফাইনাল’ হিসেবেই দেখছেন মেসি, দি মারিয়ারা। আর্জেন্টিনা (Argentina) বনাম মেক্সিকো বরাবরই উত্তেজক লড়াই। বিশ্বকাপ, ফুটবল, আর্জেন্টিনা, দুই দেশের সমর্থক— কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ? অনেকগুলো কারণ উঠে আসবে। তাই তুলে ধরল TV9 Bangla

স্কালোনির আত্মবিশ্বাস

আর্জেন্টিনার কোচ যে তীব্র চাপে, বিশ্ব ফুটবল ভালো করেই জানে। প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে যাওয়ায় তা বেড়ে গিয়েছে কয়েক গুণ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই এই ম্যাচ জিততে চাইবেন স্কালোনি। যদি না পারেন, কোচের চাকরি বাঁচানো মুশকিল হবে। তার আগে স্কালোনি বলছেন, ‘একটা ম্যাচ হেরে গিয়েছি বলেই যে আমাদের খেলার স্টাইল বদলে ফেলতে হবে, তা কিন্তু নয়। যা ঘটে গিয়েছে, সেটা পাল্টাতে হবে। সামনের ম্যাচটা জিততে হবে।’

মেসির চোট

কোচ স্কালোনি কিন্তু মেসির চোটের প্রসঙ্গ উড়িয়ে দিচ্ছেন। মেসি টিমের সঙ্গেই ট্রেনিং করেছেন নিয়মিত। স্কালোনি বলেও দিচ্ছেন, ‘লিও ভালো আছে। আগের মতোই ভালো আছে। মানসিক ও শারীরিক ভাবে সেরা জায়গায় রয়েছে। ওকে নিয়ে কোনও সমস্যা নেই। টিমের অন্যদের মতো মেসিও জানে, দেশ ওদের উপর নির্ভর করে রয়েছে। সেটা বুঝেই ওরা মাঠে নামবে।’

আর্জেন্টিনায় বদল

প্রথম একাদশ যে অন্য ভাবে সাজাতে চাইবেন স্কালোনি, তাতে আর আশ্চর্য কী! সৌদি ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেনি টিম। বিশেষ করে মাঝমাঠ ও ডিফেন্স তো বটেই। বদলটা ওই দুই বিভাগেই আনতে চাইছেন আর্জেন্টিনা কোচ। ডিফেন্স যাতে মেক্সিকোর ঝড়ঝাপটা সামলাতে পারে, সেই চেষ্টাই থাকবে।

গ্রুপ লিগের হিসেব

আর্জেন্টিনাকে যদি শেষ ১৬য় পা দিতে হয়, তা হলে অঙ্ক মেলাতে হবে। দুটো টিম পা দেবে নকআউট পর্বে। কী কী অঙ্ক রয়েছে?

ক) সৌদি যদি পোল্যান্ডের বিরুদ্ধে জিতে যায়, তা হলে সরাসরি শেষ ১৬য় পা দেবে। তা হলে কিন্তু পুরো অঙ্কটাই অত্যন্ত জটিল হয়ে যাবে আর্জেন্টিনার পক্ষে। সে ক্ষেত্রে মেক্সিকোকে হারালেও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে মেসিদের। পোল্যান্ডকেও তখন হারানো ছাড়া অন্য উপায় থাকবে না। আর যদি মেক্সিকোর বিরুদ্ধে ড্র করেন মেসিরা, তা হলে কিন্তু চাপ বেড়ে যাবে কয়েক গুণ।

খ) সৌদি-পোল্যান্ড যদি ড্র হয়, আর মেক্সিকোকে যদি হারিয়ে দেয় স্কালোনির টিম, তা হলে নকআউটের পথে একধাপ এগিয়ে যাবেন মেসিরা। সেখানেও কিন্তু অঙ্ক মেলাতে হবে। পোল্যান্ডকে হারাতে হবে। তা হলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৬।

গ) পোল্যান্ড যদি হারিয়ে দেয় সৌদিকে, তা হলে অন্য রকম হবে পরিস্থিতি। সে ক্ষেত্রে মেক্সিকোর বিরুদ্ধে ড্র করলেও চলবে মেসিদের। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালে পরের পর্ব নিশ্চিত হবে।

মার্তিনো বনাম মেসি

তাতা মার্তিনো এখন মেক্সিকোর কোচ। যাঁর কোচিংয়ে তিনটে বছর খেলেছেন মেসি। বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় টিমের হয়ে। খুব কাছ থেকে দেখার দরুণ মেসিকে কী করে আটকাতে হয়, ভালো করেই জানেন মার্তিনো। সেই তিনি কিন্তু জানেন, মেসি যে কোনও সময় বদলে দিতে পারেন ম্যাচের রঙ। মার্তিনো বলছেন, ‘যারা মেসিকে চেনে, তারা কিন্তু জানে ওকে আটকাতে না পারলে কী হতে পারে। সৌদির বিরুদ্ধে ওদের একটা খারাপ ম্যাচ ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবে। সেই কারণে মেসির উপর আমাদের ফোকাস রাখতেই হবে।’