AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India at Olympics: অলিম্পিকের মঞ্চে ভারতের প্রথম সবকিছু, রইল অজানা তথ্য

Paris Olympics 2024: প্রস্তুতি চলছে জোরকদমে। পোডিয়ামে পদক গলায় দাঁড়ানোর স্বপ্ন প্রত্যেকেই দেখেন। তবে সকলেরই স্বপ্ন পূরণ হবে, এর নিশ্চয়তা নেই। অলিম্পিকের আসরে দেশের পতাকা বহন আরও একটা গর্বের বিষয়। অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে নানা অজানা তথ্য রয়েছে।

India at Olympics: অলিম্পিকের মঞ্চে ভারতের প্রথম সবকিছু, রইল অজানা তথ্য
Image Credit: PTI
| Updated on: Jul 16, 2024 | 8:00 AM
Share

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্যারিসে হতে চলেছে এ বারের অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বের সমস্ত ক্রীড়াবিদরা মুখিয়ে থাকেন অলিম্পিকের জন্য। ভারতের অ্যাথলিটরাও সাফল্যের প্রতীক্ষায়। প্রস্তুতি চলছে জোরকদমে। পোডিয়ামে পদক গলায় দাঁড়ানোর স্বপ্ন প্রত্যেকেই দেখেন। তবে সকলেরই স্বপ্ন পূরণ হবে, এর নিশ্চয়তা নেই। অলিম্পিকের আসরে দেশের পতাকা বহন আরও একটা গর্বের বিষয়। অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে নানা অজানা তথ্য রয়েছে। ভারতের প্রথম কে অংশ নিয়েছিলেন! কেই বা বয়েছিলেন দেশের পতাকা। মহিলা অ্যাথলিটদের মধ্যে ভারতের কে প্রথম…। অলিম্পিকে ভারতের এমন প্রথম অনেক তথ্য রইল।

প্যারিসে ভারতের প্রায় ১১৮ জন অ্যাথলিট অংশ নেবেন। তার আগে জেনে নেওয়া যাক সেই অজানা তথ্যগুলি।

  1. অলিম্পিকে ভারতের প্রথম প্রতিযোগী: ১৯০০ সালে প্রথম অলিম্পিকেই ভারতের প্রতিনিধি ছিল। যদিও দেশ তখন স্বাধীন ছিল না। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেছিলেন ব্রিটেনের নর্ম্যান পিচার্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিয়েছিলেন। ২০০ মিটার দৌড় এবং ২০০ মিটার হার্ডল। ভারতের হয়ে প্রথম পদকও জিতেছিলেন।
  2. অলিম্পিকে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী: অলিম্পিকের আসরে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী নিলীমা ঘোষ। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক। মাত্র ১৭ বছরে অলিম্পিকের আসরে নিলীমা। ১০০ মিটার হার্ডলে সবার শেষে ছিলেন। এ ছাড়া ৮০ মিটার হার্ডলেও অংশ নিয়েছিলেন।
  3. অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদক: ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনার পদক জেতে ভারত। অপরাজিত থেকে সোনার পদক জিতেছিল ভারতের পুরুষ হকি দল। ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।
  4. অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা: অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন শুটার অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা।
  5. অলিম্পিকে ভারতের প্রথম মহিলা পদকজয়ী: অলিম্পিকের মঞ্চে মহিলাদের মধ্যে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন কর্নম মালেশ্বরী। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তলনে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক এনেছিলেন কর্নম।
  6. অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি পদকজয়ী: অলিম্পিকের মঞ্চে ভারতীয়দের মধ্যে একাধিক পদকের রেকর্ড গড়েছিলেন সুশীল কুমার। ২০০৮ সালে ব্রোঞ্জ এবং তারপরের অলিম্পিকে রুপোর পদক ভারতীয় কুস্তিগিরের। পরবর্তীতে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও জোড়া পদক জিতেছেন।
  7. স্বাধীনতার পর ভারতের প্রথম পতাকা বাহক: অলিম্পিকের মঞ্চে স্বাধীন ভারতের প্রথম পতাকা বাহক ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন তালিমোরেন আয়ো। তিনি পেশায় চিকিৎসকও ছিলেন।