মাইক টাইসন (Mike Tyson) পেশাদার হেভিওয়েট বক্সিংয়ের (Boxing) অন্যতম জনপ্রিয় নাম। ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মাইক হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের এক নম্বর তারকা ছিলেন। তবে মাইক টাইসনের কেরিয়ারে জুড়ে গিয়েছিল একাধিক বিতর্ক। ১৯৯২ সালে ধর্ষণের অভিযোগে ৬ বছরের জন্য তাঁর কারাদণ্ড হয়েছিল। রিংয়ের মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে নির্বাসিতও হন তিনি। এ�
GT vs RR IPL 2022 Match Prediction: আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু'বার মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। ২টো ম্যাচেই জিতেছে গুজরাত। রাজস্থানের কাছে এই ম্যাচ তাই বদলার।
গাভাসকর প্রসঙ্গে মিয়াঁদাদ বলেন, 'খাটো উচ্চতাতেও কি ভাবে বিশ্বের একের পর এক দেশের বোলারদের বিরুদ্ধে খেলে গিয়েছে। পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখিয়ে গিয়েছে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতাতেও যে ভাবে বিশ্বের বিধ্বংসী বোলারদের সামলেছে তা যে কোনও ব্যাটারদের শেখা উচিত।'
রুতুরাজের দুর্দান্ত ইনিংস আর জাদেজার জাদুতে নাইটদের বিরুদ্ধে চেন্নাই ম্যাচ জিতে নিল। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা কেকেআরের প্লে-অফের রাস্তা এখন বেশ কঠিন। ...