IPL 2025: আইপিএলের টিকিট ১ লাখ টাকা! দেখবেন কী ঝাঁঝে মরে যাবেন ক্রিকেটপ্রেমীরা
IPL 2025 Ticket: ২২ মার্চ আইপিএলের বোধন। তারপরের দিন অর্থাৎ ২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকের পক্ষ থেকে এখনও হোম গ্রাউন্ডের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়নি। তারই মধ্যে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে।

কলকাতা: আইপিএলের (IPL) উন্মাদনা দ্রুত বাড়ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই আইপিএল নিয়ে উত্তেজনা দেখা গিয়েছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। তার মাঝে বড় খবর প্রকাশ্যে। ২২ মার্চ আইপিএলের বোধন। তারপরের দিন অর্থাৎ ২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকের পক্ষ থেকে এখনও হোম গ্রাউন্ডের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়নি। তারই মধ্যে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এক রিসেল সাইটে সিএসকে বনাম মুম্বই (CSK vs MI) ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় ১ লাখের কাছাকাছি।
টিকিট রিসেল ওয়েবসাইট Viagogo-র মতে, সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের KMK লোয়ার স্ট্যান্ডের একটি আসনের সর্বাধিক দাম ৮৫,৩৮০ টাকা। ৮৪টি টিকিট বিক্রির জন্য উপলব্ধ। দাম শুরু হচ্ছে ১২,৫১২ টাকা থেকে। বর্তমানে, ওই ওয়েবসাইটে সিএসকের ৬টি হোম ম্যাচের টিকিট দেখানো হয়েছে। ২৮ মার্চ সিএসকে বনাম আরসিবি ম্যাচের টিকিট অবশ্য এখনও ওই ওয়েবসাইটে পাওয়া যায়নি।
এই খবরটিও পড়ুন




ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, লোয়ার স্ট্যান্ডের টিকিট আসল দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, এ বার ইডেন গার্ডেন্সে কেকেআরের যে ম্যাচগুলি রয়েছে, সেগুলির টিকিটের দামও অন্যবারের তুলনায় বেশি রাখা হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাইটপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেই সিএসকে শিবিরে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ৯ মার্চ মিনি বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ মার্চ ইয়েলোব্রিগেডে যোগ দিয়েছেন জাড্ডু। এ বার আইপিএলে জাড্ডু ঝড় ওঠার অপেক্ষা।
9th March – Champion of Champions🇮🇳 ⏩ 30 Hours ⏩ 11th March – Back home for Yellove duty! 🏠💛#WhistlePodu #Yellove #Dencoming @imjadeja pic.twitter.com/hrmQKesVIF
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2025





