ডার্বি অভিষেক ব্রাইট-মার্সেলিনহোর

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

|

Updated on: Feb 19, 2021 | 3:03 PM

শুক্রবার ডার্বি অভিষেক হচ্ছে দুই প্রধানের দুই স্ট্রাইকারের। বড় ম্যাচ অতীতে বহু তারকার জন্ম দিয়েছে। ব্রাটই-মার্সেলিনহোরা এখনই তারকার মর্যাদা পাচ্ছেন। বড় ম্যাচে গোল তাঁদের মহাতারকার আসনে বসিয়ে দিতে পারে। এবারের ডার্বির ফোকাস পয়েন্টে আছেন সবুজ মেরুনের মার্সেলিনহো এবং লাল হলুদের ব্রাইট এনোবাখারে।

শুক্রবার ডার্বি অভিষেক হচ্ছে দুই প্রধানের দুই স্ট্রাইকারের। বড় ম্যাচ অতীতে বহু তারকার জন্ম দিয়েছে। ব্রাটই-মার্সেলিনহোরা এখনই তারকার মর্যাদা পাচ্ছেন। বড় ম্যাচে গোল তাঁদের মহাতারকার আসনে বসিয়ে দিতে পারে। এবারের ডার্বির ফোকাস পয়েন্টে আছেন সবুজ মেরুনের মার্সেলিনহো এবং লাল হলুদের ব্রাইট এনোবাখারে।