Football: অ্যামস্টারডামে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা, সাহায্যের হাত বাড়ালেন নেতানিয়াহু

Nov 08, 2024 | 8:18 PM

Football Fan Attacked: ইউরোপা লিগের ম্যাচে আক্রান্ত একঝাঁক ইজরায়েলি সমর্থক। অ্যামস্টারডাম খেলা ছিল আয়াক্স ও মাক্কাবি তেল আভিভের সঙ্গে। সেই ম্যাচের পর হামলা চলে।

Football: অ্যামস্টারডামে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা, সাহায্যের হাত বাড়ালেন নেতানিয়াহু
Football: অ্যামস্টারডামে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা, নড়েচড়ে বসলেন নেতানিয়াহু
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ইউরোপা লিগের ম্যাচে আক্রান্ত একঝাঁক ইজরায়েলি সমর্থক। অ্যামস্টারডাম খেলা ছিল আয়াক্স ও মাক্কাবি তেল আভিভের সঙ্গে। সেই ম্যাচের পর হামলা চলে। তাতে মারাত্মক জখম হয়েছেন অনেকে। ওই ঘটনায় আটক ৫৭জন। এই ঘটনা ইজরায়েল-গাজা টেনশন আরও বাড়ছে। জানা গিয়েছে, সমর্থকদের দেশে ফেরাতে দুটো প্লেন পাঠাচ্ছে ইজরায়েল (Israel) সরকার।

ইউরোপা লিগে তেল আভিভ আয়াক্সের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে ম্যাচ হারে। এরপরই স্টেডিয়াম থেকে যখন ইজরায়েলি সমর্থকরা বেরোচ্ছিলেন, সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। জানা গিয়েছে, ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান দিতে দিতে আক্রমণ চালানো হয়েছিল। অ্যামস্টারডামে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই হামলায় ৫জন সমর্থক বিরাট আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও ইজরায়েলি সমর্থক নিখোঁজ কিনা, তা নিয়ে তদন্ত করছে তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় এই হামলার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কখনও দেখা গিয়েছে রাস্তার মধ্যে তেল আভিভের সমর্থকদের বেদম মারধর করা হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আক্রমণকারীরা একাধিক সমর্থকের পাসপোর্টও কেড়ে নেই। এই পরিস্থিতিতে ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির এই হামলার তীব্র নিন্দা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এ বিষয়ে লিখেছেন, ‘স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইহুদিবিদ্বেষের মুখে পড়তে হয়েছে ইজরায়েলের সমর্থকদের। ওদের খুব খারাপ ভাবে মারধরও করা হয়েছে। এটা প্রমাণ করছে যে শুধু ইজরায়েলের কাছেই নয়, গোটা ইউরোপের কাছে সজাগ হওয়ার সময়।’

Next Article
IND A vs AUS A: ভারতের বিরুদ্ধে আউট হয়েও মাঠ ছাড়লেন না! অজি ব্যাটারে ক্ষুব্ধ ব্রড
India vs South Africa 1st T20 2024 Toss: স্কাইয়ের টস হার, ওয়েটিং লিস্টেই রমনদীপরা; অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা