Manu Bhaker: ‘হয়তো আমারই…’, বিতর্কে মুখ খুললেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকের

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 24, 2024 | 8:22 PM

Paris Olympic-Manu Bhaker: সেই মনু বলে দিলেন, ধ্যানচাঁদ খেলরত্নের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু মনোনীতদের চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ার পিছনে রয়েছে তাঁরই ভুল। কী সেই ভুল? নাকি, চাপের মুখে মনু এক্স হ্যান্ডলে বিবৃতি দিতে বাধ্য হলেন?

Manu Bhaker: হয়তো আমারই..., বিতর্কে মুখ খুললেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকের
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: একে একে সব মহলই মুখ খুলতে শুরু করেছে। দাবিও উঠেছে দীর্ঘদিনের নিয়ম বদলের। অ্যাথলিট কেন পুরস্কারের জন্য আবেদন করবেন। তিনি সাফল্য পাবেন। তারই ভিত্তিতে দেওয়া হবে পুরস্কার। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন আসরে নামলেন খোদ মনু ভাকের। অলিম্পিকে একমাত্র ভারতীয় মেয়ে হিসেবে জোড়া সোনা জিতে ইতিহাস গড়েছেন। এই মুহূর্তে ভারতীয় খেলার অন্যতম সেরা মুখও। সেই মনু বলে দিলেন, ধ্যানচাঁদ খেলরত্নের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু মনোনীতদের চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ার পিছনে রয়েছে তাঁরই ভুল। কী সেই ভুল? নাকি, চাপের মুখে মনু এক্স হ্যান্ডলে বিবৃতি দিতে বাধ্য হলেন?

মনুর বাবা রামকৃষ্ণ ভাকেরই প্রথম বিস্ফোরণ ঘটিয়েছিলেন। বলে দিয়েছিলেন, মেয়ে আবেদন করেছেন খেলরত্নের জন্য। তার পর আর কমিটির তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই যদি পরিস্থিতি হয়, কোনও অভিভাবক আর তাঁদের সন্তানদের খেলাতে চাইবেন না। এর পর থেকেই বিতর্ক চরমে ওঠে। মনুর কোচ জসপাল রানাও এ নিয়ে বিতর্ক তুলে দেন। নিয়ম বদলের দাবি তোলেন। কমিটির তরফে বলা হয়, তালিকা এখনও চূড়ান্ত হয়নি। চাপে পড়ে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রকও।

পরিস্থিতি যখন এই, তখন মনু বলে দিলেন, ‘খেলরত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়ন নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে বলতে চাই। অ্যাথলিট হিসেবে আমার কাজ দেশের হয়ে খেলা ও পারফর্ম করা। পুরস্কার, স্বীকৃতি মোটিভেট করে আমাকে। কিন্তু সেটা আমার লক্ষ্য নয়। আমার মনে হয়, এটা আমারই ভুল। মনোনয়ন ফাইল করার সময় হয়তো কিছু ভুল করেছি। যেটা ঠিক করা উচিত ছিল। ওই পুরস্কার ছাড়াও দেশের হয়ে জেতা পদক আমাকে মোটিভেট করবে। সবার কাছে অনুরোধ, এ নিয়ে কিছু ধারনা করে নেবেন না।’

Next Article