sushovan mukherjee |
Dec 12, 2020 | 5:59 PM
গ্রুপ এ-র চ্যাম্পিয়ন দল হিসাবে আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে নামবে মহমেডান স্পোর্টিং।
শনিবার কল্যাণীতে কালিঘাট এম এসকে ১-০ গোলে হারায় সাদা-কালো শিবির।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মহমেডানের হয়ে জয়সূচক গোল করেন গনি আহমেদ নিগম।
ম্যাচের সেরা নির্বাচিত হন মহমেডানের ফিরোজ আলি।
সোমবার শিল্ডের কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালার মুখোমুখি হবে মহমে়ডান স্পোর্টিং। ছবি-মহমেডান।