রোহিতের নেতৃত্বে ৫ বার আইপিএল জয় মুম্বইয়ের

Debasmita Chakraborty | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 24, 2020 | 8:32 AM

রোহিতের নেতৃত্বে এই নিয়ে ৫বার আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স

রোহিতের নেতৃত্বে ৫ বার আইপিএল জয় মুম্বইয়ের
৫ বার আইপিএল জয় মুম্বইয়ের

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ২০১৯-র পর ২০২০। পরপর দুবার আইপিএল সেরা হল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিতের (Rohit) নেতৃত্বে এই নিয়ে ৫বার আইপিএল জিতল তারা ।মঙ্গলবার দুবাইয়ে আইপিএল ফাইনালে (IPL Final) দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)  হারিয়ে চ্যাম্পিয়ন হল মুম্বই। প্রথমবার আইপিএল ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল দিল্লি ক্যাপিটালস।


২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালেও আইপিএল ট্রফি থেকে গেল মুম্বইয়ের কাছে।আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সই। মেগা ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি। রাহানেদের ইনিংসের প্রথম ৩ ওভারই পার্থক্য গড়ে দেয়। বল হাতে আগুন ঝড়ান কিউই পেসার বোল্ট। প্রথম বলেই উইকেট পান তিনি। নিজেই দ্বিতীয় ওভারে রাহানেকে প্যাভিলিয়ানের রাস্তা দেখান বোল্ট।
ফাইনালে মুম্বইয়ের সামনে টার্গেট ছিল ১৫৭ রান।৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন রোহিত। ইশান কিষান ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। রোহিত ঝড়েই  এবারের মত আইপিএলের স্বপ্ন শেষ হয়ে দিল্লির।ফাইনালে ম্যাচের সেরা বোল্ট। আইপিএলের প্রতিশ্রুতিমান ক্রিকেটার দেবদূত পারিক্কল,কমলা টুপি পেলেন কে এল রাহুল ও পারপেল ক্য়াপ রাবাডা।


এখন প্রশ্ন উঠছে কেন অস্ট্রেলিয়া ভারতের টি২০ দলে রোহিত থকছেন না!

Next Article